অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (পিএমএমওয়াই) আওতায় ঋণের সর্বোচ্চ সীমা বর্তমানের ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে

प्रविष्टि तिथि: 25 OCT 2024 12:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ অক্টোবর, ২০২৪


২০২৪-২৫-এর কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত ২৩ জুলাই, যে ঘোষণা করেছিলেন, সেই অনুযায়ী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (পিএমএমওয়াই) আওতায় ঋণের সর্বোচ্চ সীমা বর্তমানের ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। যাঁরা অর্থের অভাবে ব্যবসা করতে পারছেন না, তাঁদের অর্থের যোগান দেওয়ার যে সার্বিক উদ্দেশ্য নিয়ে মুদ্রা যোজনা চালু হয়েছে, এই বৃদ্ধি সেই উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে। বিশেষত তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে তাদের ব্যবসার বিকাশ ও প্রসারে এই বৃদ্ধি অত্যন্ত সহায়ক হবে। দেশের উদ্যোগ পরিমণ্ডলকে উৎসাহ দেওয়ার যে অঙ্গীকার সরকারের রয়েছে, এই পদক্ষেপ তার সঙ্গে সাযুজ্যপূর্ণ।

এসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, তরুণ প্লাস নামে একটি নতুন বিভাগে ১০ লক্ষ টাকার বেশি এবং সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই ঋণ সেইসব উদ্যোক্তাই পাবেন, যারা তরুণ বিভাগে নেওয়া ঋণ যথাসময়ে পরিশোধ করতে পেরেছেন। এই যোজনার আওতায় ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের গ্যারান্টি দেওয়া হবে ক্রেডিট গ্যারান্টি ফান্ড ফর মাইক্রো ইউনিটস (সিজিএফএমইউ) তহবিল থেকে।

বিজ্ঞপ্তির জন্য এখানে ক্লিক করুন - Click here for notification.

 

PG/SD/SKD/


(रिलीज़ आईडी: 2068426) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Telugu , English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Tamil , Kannada , Malayalam