তথ্যওসম্প্রচারমন্ত্রক
পিবি-শব্দ : ২৪/৭ খবর, ১৫০০+ রিপোর্টার, লাইভ ফিড এবং সংগ্রহালয়ের সুবিধা
Posted On:
24 OCT 2024 7:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ অক্টোবর ২০২৪
ডিজিটাল নিউজ পোর্টালগুলি এখন https://shabd.prasarbharati.org/register-এর মাধ্যমে পিবি-শব্দ পোর্টালে নথিভুক্ত হতে পারে। এর ফলে ডিজিটাল নিউজ পোর্টালগুলি ভারতের সবকটি প্রধান ভাষায় বিনা খরচে কনটেন্ট, ভিডিও, ছবি এবং অডিও পাবে। ২০২৫-এর মার্চ পর্যন্ত সংবাদ প্রতিষ্ঠানগুলিকে বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে।
ইউটিউব ভিত্তিক নিউজ পোর্টালগুলি সাবস্ক্রিপশানের নিয়মাবলী :
১. ইংরেজি/হিন্দি পোর্টালগুলির জন্য ন্যূনতম ১ লক্ষ গ্রাহক।
২. আঞ্চলিক নিউজ পোর্টালগুলির জন্য ন্যূনতম ৫০ হাজার গ্রাহক।
৩. ইউটিউব অ্যাকাউন্ট অবশ্যই যাচাই করে নিতে হবে।
৪. পোর্টালটি অন্তত এক বছরের পুরানো হতে হবে।
৫. পোর্টালটি অবশ্যই মাসে একটি ভিডিও আপলোড করতে হবে এবং আবেদনের সময় গত এক মাসে অন্তত ৫টি ভিডিও আপলোড করতে হবে।
ডিজিটাল নিউজ পোর্টালগুলিকে একটি ডিজিটাল প্রোফর্মা পূরণ করতে হবে, যা প্রসার ভারতী অভ্যন্তরীণভাবে খতিয়ে দেখবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ডিজিটাল নিউজ পোর্টালগুলি পিবি-শব্দতে নথিভুক্ত হতে পারবে।
পিবি-শব্দতে ১৫০০-র বেশি রিপোর্টার, করেসপন্ডেন্ট ও স্ট্রিঙ্গার, ৬০টি এডিট ডেস্ক রয়েছে, যার মাধ্যমে ভারতের প্রতিটি প্রান্তের সর্বশেষ খবর পাওয়া যাবে। কৃষি, প্রযুক্তি, বিদেশ বিষয়ক ও রাজনৈতিক খবরাখবর সহ ৫০টির বেশি বিভাগে প্রধান ভারতীয় ভাষাগুলিতে ১০০০টির বেশি খবর এতে আপলোড করা হয়। পিএম-শব্দের মাধ্যমে দেওয়া কনটেন্টে কোন লোগো থাকে না। সেই সঙ্গে এর লাইভ ফিড ফিচারের পরিষেবা রয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান, নির্বাচনী মিছিল, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলী এবং সাংবাদিক বৈঠক সমস্ত কিছুই লোগো ছাড়া পাওয়া যাবে।
সেই সঙ্গে দূরদর্শন ও আকাশবাণীর সংগ্রহালয়ে থাকা ফুটেজও অনায়াসে সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সর্বশেষ তথ্য পেতে এক্স এবং ইন্সটাগ্রামে পিএম-শব্দ অনুসরণ করুন।
আরও বিস্তারিত জানতে পিবি-শব্দ এক্স (পূর্বতন ট্যুইটার)-এ https://x.com/PBSHABD এবং ইন্সটাগ্রামে https://www.instagram.com/pbshabd/-লিঙ্কে পাওয়া যাবে।
PG/MP/AS
(Release ID: 2068008)
Visitor Counter : 29