তথ্যওসম্প্রচারমন্ত্রক
iffi banner
0 2

আইএফএফআই ২০২৪ - এ অস্ট্রেলিয়ার সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য এবং আকর্ষণীয় চলচ্চিত্র সংস্কৃতির উদযাপন হবে

নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৪ 

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রক আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, আগামী ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিতব্য ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম সংস্করণে ‘কান্ট্রি অফ ফোকাস’ বিভাগে মনোনীত হয়েছে অস্ট্রেলিয়া। এই বিশেষ স্বীকৃতির লক্ষ্য বিশ্ব চলচ্চিত্র শিল্পে অস্ট্রেলিয়ার চলচ্চিত্র জগতের অবদানের উদযাপন। ভারত ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই একটি দৃশ্য-শ্রাব্য সহ-প্রযোজনা চুক্তিতে আবদ্ধ। 
আইএফএফআই – এর একটি গুরুত্বপূর্ণ বিভাগ ‘কান্ট্রি অফ ফোকাস’, যেখানে সেদেশের সমসাময়িক সেরা চলচ্চিত্রগুলি দেখানো হয়। অস্ট্রেলিয়ার বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃত চলচ্চিত্রকাররা সিনেমায় এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। ফলে, এবারের মনোনয়ন অত্যন্ত সঠিক বলে মনে করা হচ্ছে।
আইএফএফআই প্রদর্শন করবে ৭টি অস্ট্রেলিয়ান ছবি, যেগুলি বাছা হয়েছে খুব মনযোগ সহকারে। এর মধ্যে রয়েছে – সমালোচকদের প্রশংসাপ্রাপ্ত নাটকীয় ছবি থেকে শুরু করে শক্তিশালী তথ্যচিত্র, দর্শকদের জন্য চোখ ধাঁধানো থ্রিলার এবং তার সঙ্গেই আছে হাল্কা হাস্যরসাত্মক ছবি। 
ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছবির বাজারেও অস্ট্রেলিয়ার অংশগ্রহণ থাকবে। সেদেশের চলচ্চিত্র জগতের প্রতিনিধিরাও অংশ নেবেন। সেখানে স্টেট স্ক্রিন কমিশন এবং অসফিল্ম প্রতিনিধি দলে সামিল হবেন। ছবির বাজারে দেখা যাবে প্রযোজকদেরও প্রতিনিধি। অস্ট্রেলিয়ার সঙ্গে সহ-প্রযোজনা দিবস পালন করা হবে ফিল্ম বাজারে, যেখানে দু’দেশের চলচ্চিত্রকাররা সুযোগ পাবেন নিজেদের মধ্যে যোগাযোগ করার। 
ভারতীয় এবং অস্ট্রেলীয় চলচ্চিত্র শিল্পের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার পরিপ্রেক্ষিতে একটি আলোচনাচক্রের আয়োজন করা হবে। সেখানে দু’দেশের মধ্যে সহ-প্রযোজনার সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে। 
বিশেষ আকর্ষণীয় বিষয়টি হ’ল – অস্কার পুরস্কার-প্রাপ্ত জন সিলের মতো চিত্রগ্রাহকের একটি কর্মশিবির। এই অনুষ্ঠানে নবীন চলচ্চিত্রকার এবং উৎসাহীরা শিখতে পারবেন শিল্প ও কারিগরি বিষয়ে। 
৫৫তম আইএফএফআই বিশ্ব সিনেমার উদযাপনের একটি বিশেষ অনুষ্ঠান হতে চলেছে, যেখানে সারা বিশ্বের ভালো ভালো ছবি দেখার পাশাপাশি থাকবে আলোচনাচক্র, কর্মশিবির এবং বিশেষ ছবির প্রদর্শনী। 
১৯৫২ সালে শুরু হওয়া ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব, যেখানে সারা বিশ্বের চলচ্চিত্রকাররা তাঁদের সেরা কাজগুলি প্রদর্শন করতে পারেন। প্রতি বছর গোয়ায় অনুষ্ঠিত এই উৎসব সেরা বিশ্ব সিনেমার উদযাপন করতে আকর্ষণ করে পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং চলচ্চিত্রপ্রেমীদের। 

 

PG/AP/SB

iffi reel

(Release ID: 2067969) Visitor Counter : 31