রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

জাতীয় জল পুরস্কার প্রদান রাষ্ট্রপতির

Posted On: 22 OCT 2024 1:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ অক্টোবর ২০২৪

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (২২ অক্টোবর) নতুন দিল্লিতে পঞ্চম জাতীয় জল পুরস্কার প্রদান করেন। 

এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি জলের প্রয়োজনীয়তা এবং প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকারের কথা তুলে ধরেন। বিশুদ্ধ জল সুনিশ্চিত না হলে কখনও পরিচ্ছন্ন ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠতে পারে না। দুঃস্থ মানুষের স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা ও জীবিকার ক্ষেত্রে জলের ঘাটতি এবং দুর্বল স্যানিটেশন ব্যবস্থার প্রভাব রয়েছে। 

রাষ্ট্রপতি বলেন, গোটা বিশ্বে বিশুদ্ধ জলের পরিমাণ সীমিত, আমরা জলের সংরক্ষণ এবং পরিচালন ব্যবস্থাকে উপেক্ষা করি। জল সংরক্ষণের লক্ষ্যে ভারত সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন শ্রীমতী মুর্মু। 

তিনি বলেন, আমাদের ঐতিহ্যের অংশ হল জল সংরক্ষণ। আমাদের পূর্বপুরুষরা গ্রামের আশেপাশে পুকুর খনন করতেন। জলের সঙ্কটের সময় এই পুকুরের জল ব্যবহার করা হত। কিছু কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে এইসব জলাধার অবৈধভাবে দখল করে রেখেছেন যার ফলে খরার সময় জলের সঙ্কট এবং বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। 

জলসম্পদ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য জাতীয় জল পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। রাজ্য, জেলা, গ্রাম পঞ্চায়েত সহ ৯টি বিভাগে পুরস্কার প্রদান করেন তিনি।

রাষ্ট্রপতির ভাষণ পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন -

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/oct/doc20241022421301.pdf

 

PG/MP/DM.




(Release ID: 2067370) Visitor Counter : 12