অর্থমন্ত্রক
অটল পেনশন যোজনায় (এপিওয়াই) মোট নথিভুক্তি ৭ কোটি ছাড়াল, ২০২৪-২৫ অর্থবর্ষে ৫৬ লক্ষেরও বেশি নথিভুক্তি
Posted On:
08 OCT 2024 9:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ অক্টোবর, ২০২৪
অটল পেনশন যোজনায় মোট নথিভুক্তির সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে মোট নথিভুক্তির সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লক্ষ। ১০ বছর ধরে চলে আসা এই প্রকল্প উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।
পেনশন ফান্ড অ্যান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ) সাম্প্রতিক অতীতে এই প্রকল্প সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। রাজ্য ও জেলাস্তরে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি প্রশিক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। হিন্দি, ইংরেজি এবং ২১টি আঞ্চলিক ভাষায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এপিওয়াই গ্রাহকদের শুধুমাত্র জীবনভর সম্পূর্ণ সুরক্ষা কবচ প্রদান করেছে না, সেইসঙ্গে পেনশনেরও নিশ্চয়তা দিচ্ছে। ২০১৫ সালের ৯ মে সকলের জন্য বিশেষত গরিব, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত দেশবাসীকে সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল।
PG/MP/SB
(Release ID: 2063750)
Visitor Counter : 42