প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

স্বচ্ছ ভারত অভিযানের দশম বর্ষপূর্তিতে সকলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 02 OCT 2024 9:19AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২৪

 

স্বচ্ছ ভারত অভিযানের দশ বছর পূর্ণ হল। এই ঘটনাকে এক গুরুত্বপূর্ণ সমবেত প্রচেষ্টার স্মারক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতকে একটি পরিচ্ছন্ন এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দেশ রূপে গড়ে তুলতে দেশবাসীর প্রচেষ্টাকে সাধুবাদও জানিয়েছেন তিনি।

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“আজ স্বচ্ছ ভারত অভিযানের দশম বর্ষপূর্তি। ভারতকে এক পরিচ্ছন্ন ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দেশ রূপে গড়ে তুলতে এ হল এক সার্বিক তথা সমবেত কর্মপ্রচেষ্টা। এই আন্দোলনকে সফল করে তুলতে যাঁরা কর্মপ্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের সকলকেই জানাই আমার অভিনন্দন!” 
 
PG/SKD/DM


(रिलीज़ आईडी: 2061135) आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam