স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
রাষ্ট্রসঙ্ঘের ৭৯তম সাধারণ সভায় ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে জীবাণু সংক্রমণ প্রতিরোধে ফের অঙ্গীকার ভারতের
Posted On:
27 SEP 2024 8:23AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
রাষ্ট্রসঙ্ঘের ৭৯তম সাধারণ সভায় ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)’ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে জীবাণুর সংক্রমণ প্রতিরোধে বিশ্বব্যাপী সহযোগিতা গড়ে তোলার উপর জোর দেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।
তাঁর ভাষণে শ্রীমতী প্যাটেল আধুনিক ওষুধের ক্ষেত্রে এএমআর-এর বিপদ সম্পর্কে সতর্কতার কথা জানান। অতিমারী মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা এবং মজবুত নজরদারি ব্যবস্থার উপর গুরুত্ব দেন তিনি। ২০১৭ সালের এপ্রিল মাসে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (এনএপি এএমআর) চালু হওয়ার পর থেকে জীবাণুর সংক্রমণ প্রতিরোধে ভারতের নেওয়া বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। মানুষ এবং প্রাণী – উভয়ের ক্ষেত্রেই সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত ব্যবস্থার ফলে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে যুক্ত কর্মীদের ব্যাপক প্রশিক্ষণ, স্যানিটেশন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দেন তিনি।
শ্রীমতী প্যাটেল বলেন, “দেশে স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে যুক্ত সংক্রমণের মোকাবিলায় বিশেষ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, এএমআর চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত অঙ্গীকারবদ্ধ। বিশ্ব জুড়ে এএমআর-এর বিপদ আটকাতে দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন তিনি।
PG/MP/SB
(Release ID: 2059461)
Visitor Counter : 29