প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য অনুরা কুমারা দিসানায়কে-কে অভিনন্দন জানিয়েছেন

Posted On: 23 SEP 2024 12:11AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য অনুরা কুমারা দিসানায়কে-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বহুমুখী সহযোগিতা আরও শক্তিশালী করতে শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আশাপ্রকাশ করেছেন। 


এক্স-এ এক পোস্টে শ্রী মোদী লিখেছেন: 
“অভিনন্দন@anuradisanayake, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে আপনার জয়ের জন্য। ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশন সাগর-এ শ্রীলঙ্কার একটি বিশেষ স্থান আছে। আমাদের জনগণ এবং সমগ্র অঞ্চলের কল্যাণে আমাদের বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।”


PG/ AP /AG


(Release ID: 2057932) Visitor Counter : 49