পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

১৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘দেখো আপনা দেশ, পিপলস চয়েস ২০২৪’-এ ভোট দেওয়া যাবে

Posted On: 06 SEP 2024 2:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর, ২০২৪

 

‘ভারত কি জনতা’র অনুভূতি বুঝতে এই প্রথম দেশজুড়ে আইপি (ইন্টেলেকচুয়াল প্রপার্টি), ‘দেখো আপনা দেশ, পিপলস চয়েস ২০২৪’-এর সূচনা করেছে ভারত সরকারের পর্যটন মন্ত্রক। ৭ মার্চ ২০২৪ তারিখে এই উদ্যোগের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ২০২৪-এর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এতে ভোটদান করা যাবে। 

দেশজুড়ে এই ভোটদানের লক্ষ্য হল, দেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র চিহ্নিতকরণ এবং পর্যটনের ৫টি শ্রেণি- আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী, প্রাকৃতিক ও বন্যপ্রাণ অ্যাডভেঞ্চার এবং অন্যান্য ক্ষেত্র সম্পর্কে পর্যটকদের মনোভাব উপলব্ধি করা। 

এই লক্ষ্যে একটি পোর্টাল https://innovateindia.mygov.in/dekho-apna-desh/ চালু করা হয়েছে, যেখানে মোবাইল নম্বর বা ই-মেল আইডির মাধ্যমে ভোটাররা আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী, প্রাকৃতিক ও বন্যপ্রাণ অ্যাডভেঞ্চার ও অন্যান্য ক্ষেত্রে তাঁদের ভোটদান করতে পারবেন। 

এই উদ্যোগের লক্ষ্য হল, সাংস্কৃতিক ও ঐতিহ্যের সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার স্থায়িত্ব বজায় রাখা।

এই উদ্যোগের মাধ্যমে ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের যাত্রাপথকে সহায়তা করছে পর্যটক মন্ত্রক।

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
http:// https://innovateindia.mygov.in/dekho-apna-desh/    


PG/MP/NS…



(Release ID: 2052569) Visitor Counter : 35