পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

সামাজিক পরিবর্তনের প্রণালী জোরদার করার লক্ষ্যে পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং ইউনিসেফ ইচ্ছাপত্রে স্বাক্ষর করল

Posted On: 06 SEP 2024 12:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ সেপ্টেম্বর, ২০২৪ 

 

পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং ইউনিসেফ ইন্ডিয়া সামাজিক পরিবর্তনের প্রণালী জোরদার করা এবং এ ক্ষেত্রে  গোষ্ঠীগত অংশগ্রহণে গতি আনতে একটি ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে। 
এই বোঝাপড়ার ফলে সংশ্লিষ্ট মন্ত্রক নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আদান-প্রদান বাড়বে। বিশেষত, মহিলা ও শিশুদের এর আওতায় এনে গ্রামের মানুষের কাছে বিভিন্ন পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার প্রশ্নে স্থানীয়-ভিত্তিতে ধারাবাহিক উন্নয়নী লক্ষ্যসমূহ অর্জনেও বিশেষভাবে সহায়ক হবে এই অংশীদারিত্ব। 
গ্রামীণ এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির বিষয়ে তথ্য ও পরিষেবা প্রদানে গতি আনতে প্রযুক্তি ব্যবহারে উদ্যোগী পঞ্চায়েতি রাজ মন্ত্রক। এর ফলে, প্রশাসনিক স্বচ্ছতাও নিশ্চিত হবে। 

 

PG/AC/SB


(Release ID: 2052527) Visitor Counter : 50