প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৩১ অগাস্ট জেলা বিচার বিভাগীয় আধিকারিকদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন

प्रविष्टि तिथि: 30 AUG 2024 2:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ অগাস্ট, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ অগাস্ট সকাল ১০টায় নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ জেলা বিচার বিভাগীয় আধিকারিকদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্টের ৭৫ বছর উপলক্ষে এই অনুষ্ঠানে একটি ডাকটিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করবেন তিনি। 
ভারতের সুপ্রিম কোর্টের আয়োজনে দু’দিনের এই সম্মেলনে থাকছে ৫টি অধিবেশন। আলোচনা হবে জেলাস্তরে বিচার বিভাগের পরিকাঠামো, মানবসম্পদ, সকলের ব্যবহারযোগ্য আদালত কক্ষ, বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা, প্রশিক্ষণ, মামলা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং সার্বিক কল্যাণ প্রসঙ্গে। 
ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ভারতের অ্যাটর্নি জেলারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

PG/AC/SB


(रिलीज़ आईडी: 2050208) आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam