যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
ডক্টর মনসুখ মান্ডভিয়া হকির যাদুঘর মেজর ধ্যানচাঁদের উদ্দেশে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন
Posted On:
29 AUG 2024 1:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০২৪
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাড়সে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করলেন। আজ নতুন দিল্লিতে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে হকির যাদুঘর মেজর ধ্যানচাঁদের উদ্দেশে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। এই দিনটি ক্রীড়া নক্ষত্রের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের দিন যাঁর পরম্পরা সারা দেশের অ্যাথলিটদের এখনও অনুপ্রেরণা জোগায়।
পুষ্পার্ঘ্য নিবেদনের পর ডক্টর মান্ডবিয়া এবং শ্রীমতী খাড়সে জওহরলাল নেহরু স্টেডিয়ামে যান সুস্থতা এবং ক্রীড়াবার্তা পৌঁছে দিতে। প্রাণবন্ত এক সমাবেশে ভাষণে ডক্টর মান্ডভিয়া জাতীয় ক্রীড়া দিবসে প্রত্যেক নাগরিককে অন্তত একঘন্টা আউটডোর খেলায় অংশ নেওয়ার আবেদন জানান যাতে সারা ভারতে খেলা এবং শারীরিক সুস্থতার সংস্কৃতি লালনে বৃহত্তর উদ্যোগ নেওয়া যায়।
ডক্টর মান্ডভিয়া বলেন, “২০৪৭-এ স্বাধীনতার ১০০ বছরে আমাদের দেশকে ‘বিকশিত ভারত’-এ পরিণত করতে হবে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ‘জো খেলেঙ্গে, ও খিলেঙ্গে’-র ভাবনা অনুযায়ী আমাদের সকলকে খেলাকে স্বক্রিয়ভাবে আপন করে নিতে হবে। বিশ্বে অন্যতম তরুণ রাষ্ট্র হিসেবে খেলাধূলার মাধ্যমে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষা জরুরি আমাদের অগ্রগতির জন্য।”
শারীরিক সচলতার পরিবেশগত সুবিধার ওপর জোর দিয়ে ডক্টর মান্ডভিয়া দীর্ঘস্থায়ী ব্যায়াম হিসেবে সাইকেল চালানোর পক্ষে সওয়াল করেন। স্বাস্থ্য এবং পরিবেশ এই দুটি কারণে সাইকেল চালাতে নাগরিকদের উৎসাহ দিয়ে তিনি বলেন, “সাইকেল চালানো শুধুমাত্র একটি ব্যায়ামই নয়, কম দূরত্বে পরিবেশবান্ধব বাহনও। এটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একটি শক্তিশালী উপকরণ। সাইকেল চালনা দূষণের সেরা সমাধান।”
এদিনের অনুষ্ঠানে মন্ত্রীরা টাগ অফ ওয়ার এবং একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। এতে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরাও যোগ দেন। তাঁদের সক্রিয় যোগদানে প্রমাণ হয় তাদের আন্তরিকতা এবং ক্রীড়া মানসিকতার ভাবনাটি।
জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানটি ছিল চিত্তাকর্ষক। ছিল ইন্ডোর এবং আউটডোর খেলা। যূথবদ্ধ উৎসাহের প্রদর্শন হিসেবে সাই-য়ের প্রায় ৭০০ কর্মচারী সস্ক্রিয়ভাবে এদিনের খেলাধূলায় অংশ নেন। প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি নানা আনন্দদায়ক খেলার বৈচিত্র্যময় বিস্তৃতি তুলে ধরলো নিয়মিত শারীরিক সঞ্চালন এবং নানারকম খেলাধূলার গুরুত্বের কথা।
PG/ AP/AG
(Release ID: 2049724)
Visitor Counter : 42