প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

চারদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ওয়াশিংটনে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী

সরবরাহ নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সংযোগ (লিয়াসঁ) আধিকারিকদের নিযুক্তি সম্পর্কে চুক্তিতে স্বাক্ষর করলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র

Posted On: 23 AUG 2024 2:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অগাস্ট, ২০২৪


ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত শক্তি বিশ্বে শান্তি, সুস্থিতি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারে - চারদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ২২ অগাস্ট, ২০২৪ ওয়াশিংটনে পৌঁছে মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওই দেশে বসবাসরত ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক ও অনিবার্য অংশীদার এবং এই সম্পর্ক ধারাবাহিকভাবে প্রসারিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সক্রিয় নেতৃত্বে ভারত আন্তর্জাতিক আঙিনায় ক্রমে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে ফের মন্তব্য করেন শ্রী রাজনাথ সিং। তিনি বলেন, ২০১৪-র আগে লগ্নি বিশ্লেষক সংস্থা মর্গ্যান স্ট্যানলে ভারতকে ‘ভঙ্গুর পাঁচ’ দেশের তালিকায় রেখেছিল। এখন ভারত বিশ্বের ‘শক্তিসমৃদ্ধ পাঁচ’ অর্থনীতির একটি বলে পরিচিত। মর্গ্যান স্ট্যানলে এখন বলছে, যে ভারত ২০২৭ নাগাদ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। কোভিড ১৯ অতিমারির সময়ে ভারতীয় অর্থনীতি অন্য দেশগুলির অর্থনৈতিক ব্যবস্থাপনার তুলনায় কম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সরকার ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে টেনে তুলেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী খুচরো পণ্যের মুদ্রাস্ফীতির হার ৫ বছরে সর্বনিম্ন ৩.৫৪% -এ নেমেছে এবং ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার পৌঁছেছে ৬৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড মাত্রায়। 

প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভরতা’ অর্জনে ভারত সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ৫,০০০-এরও বেশি সরঞ্জামের স্বদেশীকরণ সংক্রান্ত তালিকার কথা বলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিরক্ষাখাতে রপ্তানির পরিমাণ ৬০০ কোটি টাকা থেকে বেড়ে ২১,০০০ কোটি টাকা ছাপিয়ে গেছে বলে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উদ্ভাবনার প্রসারে সরকারের উদ্যোগের কল্যাণে ভারতে স্টার্টআপ-এর সংখ্যা ২০১৪-র ৪০০ থেকে বেড়ে একলাফে হয়েছে ১.২০ লক্ষ।

‘বসুধৈব কুটুম্বকম’-এর আদর্শে জারিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে বলে প্রতিরক্ষামন্ত্রী বার্তা দেন। 

শ্রী রাজনাথ সিং-এর এই সফরের মধ্যেই দু’দেশের সামরিক আধিকারিকরা সরবরাহ নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সংযোগ (লিয়াসঁ) আধিকারিকদের নিযুক্তি সম্পর্কিত দুটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রতিরক্ষা মন্ত্রী ওই দেশের প্রতিরক্ষা সচিব (মন্ত্রী) লয়েড অস্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমেরিকার জাতীয় সুরক্ষা সংক্রান্ত বিভাগের প্রেসিডেন্ট জ্যাক সুলিভ্যানের সঙ্গেও তিনি দেখা করবেন। এছাড়া, মার্কিন প্রতিরক্ষা শিল্পমহলের সঙ্গে উচ্চস্তরীয় গোল টেবিল বৈঠকে বসবেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রীর এই সফর ভারত-মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। 

 

PG/AC/SKD


(Release ID: 2048399) Visitor Counter : 84