প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী উচ্চ ফলনশীল, জলবায়ু-স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত ১০৯টি শস্যের প্রজাতি বাজারের জন্য উন্মুক্ত করেছেন

কৃষিক্ষেত্রের মূল্য সংযোজনের তাৎপর্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী

নতুন প্রজাতির শস্যগুলি কৃষি কাজে ব্যয়ের পরিমান হ্রাস করবে এবং পরিবেশে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে বলে কৃষকরা মনে করেন, ফলে তাঁরা যথেষ্ট লাভবান হবেন

নতুন এই শস্যের প্রজাতি উদ্ভাবন করায় প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের প্রশংসা করেছেন

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অপ্রচলিত শস্যগুলিকে কৃষি কাজের মূল ধারায় নিয়ে আসার জন্য তাঁরা উদ্যোগী হয়েছেন

প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজের উপকারিতা এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদার বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন

Posted On: 11 AUG 2024 1:15PM by PIB Kolkata

 নতুনদিল্লি ১১ অগাষ্ট ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ ফলনশীল, জলবায়ু-স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত ১০৯টি শস্যের প্রজাতি বাজারের জন্য উন্মুক্ত করেছেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষক এবং বৈজ্ঞানিকদের সঙ্গে মত বিনিময়ের সময় কৃষিক্ষেত্রের মূল্য সংযোজনের তাৎপর্য তুলে ধরেন। নতুন প্রজাতির শস্যগুলি কৃষি কাজে ব্যয়ের পরিমান হ্রাস করবে এবং পরিবেশে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে বলে কৃষকরা মনে করেন, ফলে তাঁরা যথেষ্ট লাভবান হবেন।

শ্রী মোদী মিলেট অর্থাৎ জোয়ার, বাজরা ও রাগীর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জনসাধারণ কিভাবে এই ধরনের পুষ্টিকর খাদ্যের প্রতি আকৃষ্ট হচ্ছেন, সে বিষয়টি তিনি তুলে ধরেন। প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজের উপকারিতা এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদা বৃদ্ধি নিয়েও তিনি আলোচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা প্রাকৃতিক পদ্ধতিতে কৃষি কাজে উৎসাহিত করার জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির ভূমিকার প্রশংসা করেছেন কৃষকরা। প্রধানমন্ত্রী বলেন, প্রতি মাসে নতুন নতুন উদ্ভাবিত শস্যগুলির উপকারিতা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে সক্রিয়ভাবে প্রচার চালাতে হবে।

নতুন এই শস্যের প্রজাতি উদ্ভাবন করায় প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের প্রশংসা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অপ্রচলিত শস্যগুলিকে কৃষি কাজের মূল ধারায় নিয়ে আসার জন্য তাঁরা উদ্যোগী হয়েছেন। 

যে ৬১ ধরনের ফসলের ১০৯টি প্রজাতি প্রধানমন্ত্রী বাজারের জন্য উন্মুক্ত করেছেন, তার মধ্যে ৩৪টি মাঠে বোনা ফসল এবং ২৭টি উদ্যান পালন উপযোগী ফসল আছে। মাঠে বোনা ফসলের মধ্যে রয়েছে জোয়ার, বাজরা, রাগী সহ বিভিন্ন দানা শস্য, তৈলবীজ, ডালশস্য, আখ, তুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শস্য। উদ্যান পালন উপযোগী ফসলের মধ্যে আছে বিভিন্ন জাতের ফল, শাক-সব্জী, মশলা, ফুল এবং ঔষধি গাছ।


PG/CB/CS


(Release ID: 2046900) Visitor Counter : 40