মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-০৮-এর সফল উৎক্ষেপণ ইসরোর

Posted On: 16 AUG 2024 10:51AM by PIB Kolkata

নতুনদিল্লি ১৬ অগাষ্ট ২০২৪


ইসরো পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-০৮-এর সফল উৎক্ষেপণ করেছে। ক্ষুদ্র উপগ্রহ উৎক্ষেপণ যান(এসএসএল)-ডিথ্রি অর্থাৎ ছোট্ট রকেটের মাধ্যমে শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ সকাল ৯-১৭ মিনিটে এই উপগ্রহ যানটিকে মহাকাশে পাঠানো হয়। 
ছোট আকারের এই উপগ্রহটিকে পৃথিবীর নিম্ন কক্ষে স্থাপন করবার জন্যই রকেটটির নকশা করা হয়। এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্যগুলি হল একটি মাইক্রো স্যাটেলাইট নকশা তৈরি করা, মাইক্রো স্যাটেলাইট বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেলোড যন্ত্র তৈরি করা এবং ভবিষ্যতের অপারেশনের জন্য প্রয়োজনীয় নতুন প্রযুক্তি আবিষ্কার। এসএসএলভি-ডিথ্রি-তে যে আর্থ অবজারভেশন স্যাটেলাইট রয়েছে, তা তৈরি করা হয়েছে একটি মাইক্রো স্যাটেলাইট বা আইএমএস-ওয়ান বাসে। এই মিশনের কার্যকালের মেয়াদ এক বছর। অর্থাৎ এক বছর ধরে মহাকাশে থাকবে স্যাটেলাইট। ১৭৫.৫ কেজি ওজনের এই স্যাটেলাইটটি ৪২০ ওয়াট শক্তি উৎপাদন করতে পারে। যে পেলোডগুলি স্যাটেলাইটে রয়েছে, সেগুলি আসন্ন গগণযান মিশনের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। 
নতুন ধরনের বৈশিষ্ট্য সংযোজিত ইওএস-০-৮ মিশনটি এক্স ব্যান্ড ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে উপগ্রহ প্রযুক্তি ব্যবস্থার উন্নতিসাধন ঘটাবে। সম্পূর্ণ দেশজ প্রযু্ক্তিতে তৈরি এই উপগ্রহ যানকে  বিভিন্ন বিপর্যয় নজরদারির কাজে লাগানো হবে।

 

PG/AB/CS



(Release ID: 2046207) Visitor Counter : 32