প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

১৫ অগাস্ট ২০২৪ লালকেল্লা থেকে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন সমারোহে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

এই ঐতিহাসিক সৌধ ‘বিকশিত ভারত @২০৪৭’-এর স্বপ্ন পূরণে দিশা নির্দেশের সাক্ষী হয়ে থাকবে

সমারোহে আমন্ত্রিত প্রায় ৬,০০০ বিশেষ অতিথি

Posted On: 14 AUG 2024 2:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ অগাস্ট ২০২৪ লালকেল্লা থেকে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন সমারোহে নেতৃত্ব দেবেন। এই ঐতিহাসিক সৌধের প্রাকারে তিনি প্রথা অনুসারে জাতীয় পতাকা উন্মোচন করবেন এবং দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। এ বছর স্বাধীনতা দিবসের মূল ভাবনা হল, ‘বিকশিত ভারত @২০৪৭’। এই সমারোহ ২০৪৭ নাগাদ ভারতকে উন্নত দেশের তালিকাভুক্ত করে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টায় আরও গতি আনবে। 

বিশেষ অতিথিবৃন্দ

জাতীয় এই উদযাপনে জন-অংশীদারিত্বের বিষয়টিকে আরও জোরদার করে তুলতে এ বছর লালকেল্লায় প্রায় ৬,০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। সরকারের বিভিন্ন প্রকল্প ব্যবহার করে নানা ক্ষেত্রে সফল হওয়া তরুণ-তরুণী, আদিবাসী গোষ্ঠীর সদস্য, কৃষক সমাজের প্রতিনিধি ও মহিলারা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। 

অটল উদ্ভাবনা অভিযান এবং পিএম শ্রী (প্রাইম মিনিস্টার্স স্কুল ফর রাইজিং ইন্ডিয়া) প্রকল্পে উপকৃত শিক্ষার্থী, মেরা যুব ভারত (এমওয়াই ভারত)ও ‘মেরি মাটি, মেরা দেশ’-এর আওতায় জাতীয় সেবা প্রকল্পের  স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে যোগ দেবন। অতিথি হিসেবে থাকবেন আদিবাসী কারিগর/বন ধন বিকাশ সদস্য এবং জাতীয় আদিবাসি অর্থ ও উন্নয়ন নিগমের মাধ্যমে সহায়তাপ্রাপ্ত আদিবাসী উদ্যোগপতিরা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় উপকৃত কৃষক এবং কৃষক উৎপাদন সংগঠনগুলির প্রতিনিধিরাও এই সমারোহে সামিল হবেন। 

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি, লাখপতি ও ড্রোন দিদিদের পাশাপাশি শিশুকল্যাণ সমিতি ও জেলা শিশু সুরক্ষা কেন্দ্রগুলির প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন। 

প্যারিস অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। উচ্চাভিলাষী ব্লক কর্মসূচির আওতায় প্রতিটি ব্লকের একজন করে প্রতিনিধি, সীমান্ত সড়ক সংস্থার কর্মী, বিভিন্ন সরকারি কর্মসূচি সফলভাবে রূপায়ণে সক্ষম গ্রাম পঞ্চায়েতের প্রধানরা অনুষ্ঠানে যোগ দেবেন। 

অনুষ্ঠানটি সুন্দর করে তুলবেন চিরাচরিত পোশাকে সজ্জিত বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ২০০০ প্রতিনিধি। এছাড়াও মাইগভ এবং আকাশবাণীর সহযোগিতায় প্রতিরক্ষা মন্ত্রকের আয়োজিত অনলাইন নানা প্রতিযোগিতার ৩০০০ বিজেতা সামিল হবেন অনুষ্ঠানে। 

অনুষ্ঠানসূচি

লালকেল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ এবং প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরামানে। প্রতিরক্ষা সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি) লেফ্টেন্যান্ট জেনারেল ভাবনিশ কুমারকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচিত করাবেন। এরপর দিল্লির জিওসি শ্রী নরেন্দ্র মোদীকে অভিবাদন মঞ্চে নিয়ে যাবেন। ওই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তিন বাহিনী এবং দিল্লি পুলিশের অভিবাদন গ্রহণ করবেন। এরপর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। এ বছর এই দায়িত্বে রয়েছে ভারতীয় নৌসেনা। 

গার্ড অফ অনারের পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকারে যাবেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাবেন প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান। 

প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উন্মোচন করার সঙ্গে সঙ্গে দেশজ কামান থেকে তোপধ্বনি করা হবে। 

এরপর অনুষ্ঠানস্থলের ওপর পুষ্পবৃষ্টি করা হবে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার থেকে। 

পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণ সমাপনে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন এনসিসি ক্যাডেটরা। দেশের বিভিন্ন প্রান্তের ২০০০ বালক ও বালিকা ক্যাডেট এতে অংশ নেবে। এদের বসানো হবে জ্ঞানপথে। তাদের উপবেশনের বিন্যাসে ফুটে উঠবে ত্রিবর্ণ ‘মাই ভারত’ (My भारत) প্রতীক চিহ্ন। ন্যাশনাল সার্ভিস স্কিমের ৫০০ স্বেচ্ছাসেবকও অনুষ্ঠানে অংশ নেবেন। 

    


PG/AC/NS….  



(Release ID: 2045523) Visitor Counter : 27