শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

সদস্য ও পেনশন প্রাপকদের নিয়ে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার ১৩ অগাস্ট, ২০২৪ সরাসরি আলোচনাচক্র

Posted On: 12 AUG 2024 8:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অগাস্ট, ২০২৪
 
 
কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও) ১৩ অগাস্ট, ২০২৪-এ কর্মচারী ভবিষ্য নিধি হস্তান্তর নিয়ে পঞ্চম সরাসরি আলোচনাচক্রের আয়োজন করেছে দুপুর ১২টায়। ফেসবুক (@socialepfo), ইন্সট্রাগ্রাম (@social_epfo), ইউটিউব (@socialepfo) –এর মতো সামাজিক মাধ্যমে সরাসরি আলোচনাচক্রের আয়োজন করা হবে। এতে কর্মচারি ভবিষ্যনিধি হস্তান্তর, তার প্রক্রিয়া, ইউএএনএস/এমআইডিএস সংযুক্তিকরণ সংক্রান্ত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। 

কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা সদস্য এবং পেনশন প্রাপকদের বিভিন্ন পরিষেবা বিষয়ে ওয়াকিবহাল করতে প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার সরাসরি আলোচনাচক্রের আয়োজন করে থাকে। 

“ইপিএস৯৫’- প্রকল্পের বিষয় নিয়ে প্রথম সরাসরি আলোচনাচক্র অনুষ্ঠিত হয় ১৪ মে, ২০২৪-এ। এরপর ফ্রিজড আমানত নিয়ে সংস্থার সামনে নানবিধ প্রশ্ন আসার পরিপ্রেক্ষিতে তা নিয়ে বিশেষ সরাসরি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল ৩১ জুলাই, ২০২৪-এ। 


এই জাতীয় আলোচনার উদ্দেশ্য হল, কর্মচারি ভবিষ্যনিধিতে সদস্য এবং পেনশন প্রাপকদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বিধান এবং তাদের বিভিন্ন তথ্য সম্পর্কে ওয়াকিবহাল করা। কি জাতীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তার ফলশ্রুতি কি, সে সম্পর্কেও সদস্যদের সঠিক তথ্য পরিবেশন করতে সংস্থা সরাসরি খোলামেলা আলোচনার পথ বেছে নিয়েছে। 


PG/ AB /AG



(Release ID: 2044958) Visitor Counter : 16