কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আবাস যোজনা - গ্রামীণ-এর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ সময়কালের মধ্যে

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের এসম্পর্কিত প্রস্তাবে সায় ও অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

प्रविष्टि तिथि: 09 AUG 2024 10:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ আগস্ট ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ গ্রামোন্নয়ন দপ্তর প্রস্তাবিত প্রধানমন্ত্রী আবাস যোজনা - গ্রামীণ (পিএমএওয়াই-জি) রূপায়ণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ পর্যন্ত সময়কালে এর আওতায় দেশের দরিদ্র গ্রামীণ পরিবারগুলিকে বাসস্থান নির্মাণে সহায়তা দেওয়া হবে। সমতল এলাকায় বাসস্থান নির্মাণে সরকারি সহায়তা দান করা হবে বাসস্থান প্রতি ১ লক্ষ ২০ হাজার টাকার মতো। অন্যদিকে, দেশের উত্তর পূর্বাঞ্চল এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মতো পার্বত্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাসস্থান প্রতি সহায়তা দানের মাত্রা দাঁড়াবে ১ লক্ষ ৩০ হাজার টাকা। 

২০২৪ থেকে ২০২৯ সাল পর্যন্ত সময়কালে নির্মিত হবে অতিরিক্ত ২ কোটি গ্রামীণ বাসস্থান। সরকারের পক্ষ থেকে এর আগে যে ২ কোটি ৯৫ লক্ষ গ্রামীণ বাসস্থান নির্মাণের লক্ষ্যমাত্র স্থির করা হয়েছিল তার মধ্যে ৩৫ লক্ষ বাসস্থান নির্মাণের কাজ বিগত অর্থবছরের শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ না হওয়ায় সেগুলির নির্মাণ কাজ বর্তমানে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও স্থির করা হয়েছে। 

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত বাড়িগুলিতে নানা ধরনের প্রাথমিক সুযোগ-সুবিধা সহ স্বাস্থ্য ব্যবস্থার দিকেও বিশেষ দৃষ্টি দেওয়া হবে।  


PG/SKD/AS


(रिलीज़ आईडी: 2044216) आगंतुक पटल : 134
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Tamil , Telugu , Assamese , English , Kannada , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Punjabi , Gujarati , Odia