আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

পকসোর জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট

Posted On: 09 AUG 2024 12:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ আগস্ট, ২০২৪

 

 

ফৌজদারি বিধি সংশোধনী আইন ২০১৮ অনুসারে কেন্দ্রীয় সরকার ফাস্ট ট্র্যাক বিশেষ কোর্ট স্থাপনের জন্য একটি কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন করছে। এর মধ্যে পকসোর অধীনে থাকা মামলাগুলি বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হচ্ছে। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে এই কাজ শুরু হয়েছে। এর ফলে পকসোর আওতায় থাকা মামলাগুলি সময়নির্দিষ্ট দ্রুত বিচার সুনিশ্চিত করা সম্ভব হবে।

 

প্রকল্পটি প্রাথমিকভাবে এক বছরের জন্য কার্যকর করা হয়েছিল। পরবর্তীকালে তা ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়। বর্তমানে এটি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে ১৯৫২.২৩ কোটি টাকা। এর মধ্যে নির্ভয়া তহবিল থেকে এসেছে ১২০৭.২৪ কোটি টাকা। তহবিলের অর্থ মঞ্জুর করা হচ্ছে সিএসএস-এর ভিত্তিতে (৬০:৪০, ৯০:১০)। এই অর্থে একজন বিচারবিভাগীয় আধিকারিক এবং ৭ জন সহায়ক কর্মীর বেতন দেওয়া হয়। এছাড়া প্রাত্যহিক খরচ মেটানোর জন্য একটি নমনীয় অনুদানও দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চালু থাকা ফাস্ট ট্র্যাক বিশেষ কোর্টের জন্য যে খরচ হয়, কেন্দ্র তা মিটিয়ে দেয়। কোর্টের সংখ্যার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে এই অর্থ ভাগ হয়। প্রকল্পের সূচনা থেকে প্রতি বছর এই বাবদ কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার তার মধ্যে কত টাকা দিয়েছে তা নীচে দেখানো হলো –

 

কোটি টাকায়

আর্থিক বছর

বাজেট বরাদ্দ

অর্থ মঞ্জুর

২০১৯-২০

১৪০.০০

১৪০.০০

২০২০-২১

১৬০.০০

১৬০.০০

২০২১-২২

১৮০.০০

১৩৪.৫৫*

২০২২-২৩

২০০.০০

২০০.০০

২০২৩-২৪

২০০.০০

২০০.০০

২০২৪-২৫

২০০.০০

৮২.৭৮ (এপর্যন্ত)

মোট

১০৮০.০০

৯১৭.৩৩

 

*২০২১-২২ সালে কোভিডের জন্য এবং নতুন অর্থ মঞ্জুর ব্যবস্থার সঙ্গে রাজ্যগুলির পরিচিত হতে সময় লাগার কারণে কম অর্থ মঞ্জুর করা হয়েছিল।

 

চলতি বছরের মে মাস পর্যন্ত হাইকোর্টগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ৩০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৭৫৫টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু রয়েছে। এর মধ্যে ৪১০টি হলো পকসো আদালত। এগুলির মাধ্যমে ২ লক্ষ ৫৩ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছে।

 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অর্জুনরাম মেঘওয়াল এই তথ্য জানিয়েছেন।

 

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2043475

 

 

PG/SD/SKD


(Release ID: 2043956)