প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জাতীয় হস্তচালিত তাঁত দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 07 AUG 2024 10:14AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ অগাস্ট, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় হস্তশিল্পীদের কাজের প্রশংসা করে তিনি ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের মাধ্যমে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। 
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় হস্তচালিত তাঁত দিবসে শুভেচ্ছা জানাই! দেশ জুড়ে হস্তচালিত তাঁত শিল্পের মহান ঐতিহ্য এবং প্রাণবন্ত পরম্পরার জন্য আমরা গর্বিত। আমাদের হস্তশিল্পীরা প্রশংসার যোগ্য। ‘ভোকাল ফর লোকাল’ – এর মাধ্যমে আমাদের অঙ্গীকার এই অবকাশে পুনর্ব্যক্ত করছি”।

 

PG/CB/SB


(रिलीज़ आईडी: 2042625) आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam