প্রতিরক্ষামন্ত্রক
ওয়েনাড়ে ভূমিধ্বসে ভারতীয় বিমান বাহিনীর ত্রাণ ও উদ্ধারের কাজ
Posted On:
01 AUG 2024 10:31AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অগাস্ট, ২০২৪
কেরলের ওয়েনাড়ে সম্প্রতি ভয়াবহ ভূমিধ্বসের পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান বাহিনীই প্রথম ৩০ জুলাই, ২০২৪ – এর খুব ভোর থেকে এনডিআরএফ এবং রাজ্য প্রশাসন সহ অন্য সংস্থার সঙ্গে মিলে উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করে।
বিমান বাহিনীর পণ্যবাহী বিমানগুলি উদ্ধার কাজের পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিসপত্র, সামগ্রী, সরঞ্জাম সরবরাহে বড় ভূমিকা নেয়। সি-১৭ – এর সাহায্যে ৫৩ টন বেইলি ব্রিজ, ডগ স্কোয়াড, চিকিৎসার সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী পরিবহণ করে উদ্ধার কাজে সাহায্য করার জন্য। এছাড়াও, এএন-৩২ এবং সি-১৩০’কে ব্যবহার করা হয় আধিকারিক এবং ত্রাণ সামগ্রী পরিবহণের জন্য। সবমিলিয়ে বিমান বাহিনীর এই বিমানগুলি প্রায় ২০০-রও বেশি উদ্ধারকারী এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বিপর্যয়-স্থল থেকে আনা-নেওয়া করে। প্রতিকূল আবহাওয়াতেও বিমান বাহিনী সময়-সুযোগ বুঝে মানবিক সাহায্য এবং ত্রাণ পৌঁছে দেয়।
বিমান বাহিনী এই কাজে নানাধরনের হেলিকপ্টার ব্যবহার করে। এমআই-১৭ এবং ধ্রুব অ্যাডভান্সড্ লাইট হেলিকপ্টার ব্যবহার করা হয় ত্রাণ ও উদ্ধারের কাজে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিমান বাহিনীর বিমানগুলি বিধ্বস্ত জায়গাগুলি থেকে মানুষজনকে হাসপাতালে এবং নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এছাড়াও, জরুরি সামগ্রী সরবরাহ করে ৩১ জুলাই, ২০২৪ – এর সন্ধ্যা পর্যন্ত। উদ্ধার কাজ এখনও চলছে। এই হেলিকপ্টারগুলি ভূমিধ্বস বিধ্বস্ত এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় সরানোর কাজ করছে।
ভারতীয় বিমান বাহিনী কেরলের ভূমিধ্বস বিধ্বস্ত মানুষকে সবরকম সহায়তা পৌঁছে দিতে দায়বদ্ধ।
PG/AP/SB…
(Release ID: 2040008)
Visitor Counter : 54
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada