আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

শহরাঞ্চলে সকলকে পাকা বাড়ি প্রদান

Posted On: 29 JUL 2024 1:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৪

 

‘ভূমি’ এবং ‘বসতি স্থাপন’ রাজ্যের বিষয়। সেইজন্য তাদের নাগরিকদের আবাসন সংক্রান্ত কর্মসূচিগুলি রূপায়িত করে থাকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। তবে, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য করে প্রধানমন্ত্রী আবাস যোজনা-নগরাঞ্চলের অধীনে কেন্দ্রীয় আর্থিক সহায়তার মাধ্যমে। ২৫.০৬.১৫ থেকে দেশজুড়ে উপযুক্ত নগরবাসীকে ন্যূনতম সুযোগ-সুবিধাযুক্ত পাকা বাড়ি দেওয়া হয়ে আসছে। এই কর্মসূচিতে ৪টি ভাগ আছে। যেমন, বেনিফিসিয়ারি-লেড ইন্ডিভিজুয়াল হাউস কনস্ট্রাকশন/এনহ্যান্সমেন্ট (বিএলসি), অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ(এএইচপি), “ইন-সিটু” স্লাম রিডেভেলপমেন্ট (আইএসএসআর) এবং ক্রেডিট লিঙ্কড সাবসিডিজ স্কিম (সিএলএসএস)। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা - নগরাঞ্চল একটি চাহিদা সাপেক্ষ কর্মসূচি এবং ভারত সরকার বাড়ি তৈরির কোনও লক্ষ্য নির্দিষ্ট করেনি। নগরাঞ্চলে বাড়ির চাহিদার ভিত্তিতে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রকল্পের প্রস্তাব তৈরি করে এবং স্টেট লেভেল স্যাংশনিং অ্যান্ড মনিটরিং কমিটি (এসএলএসএমসি)-র অনুমোদনের পরে এটি এই মন্ত্রকে জমা দেওয়া হয় সেন্ট্রাল স্যাংশনিং অ্যান্ড মনিটরিং কমিটি (সিএসএমসি)-র কেন্দ্রীয় সহায়তা মঞ্জুরের জন্য। ভারত সরকার আইএসএসআর-এর অধীনে বাড়ি পিছু ১ লক্ষ টাকা, এএইচপি এবং বিএলসিতে বাড়ি পিছু ১.৫ লক্ষ টাকা দিয়ে থাকে। সিএলএসএস-এর অধীনে বাড়িপিছু ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত ৬.৫ শতাংশ হারে সুদে ভর্তুকি দিয়ে থাকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী এবং নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে। বিস্তারিত প্রকল্প প্রতিবেদন অনুযায়ী বাড়ি তৈরির বাকি খরচ ভাগ করে নেয় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল/নগর পুর সংস্থা/সুবিধাপ্রাপকগণ।

প্রধানমন্ত্রী আবাস যোজনা- নগরাঞ্চলের অধীনে দেয় কেন্দ্রীয় সহায়তা ৪০% , ৪০% এবং ২০% এই তিনটি কিস্তিতে দেওয়া হয়। অর্থ মন্ত্রকের জারি করা নির্দেশাবলী মোতাবেক সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাধ্যতামূলক শর্তপূরণের ওপর নির্ভর করে কেন্দ্রীয় সহায়তা প্রদান। মঞ্জুর হওয়া প্রকল্পে প্রয়োজনীয় শর্ত পূরণের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সহায়তার বকেয়া কিস্তি দেওয়া হয়ে থাকে।

১৫.০৭.২০২৪ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা- নগরাঞ্চলের অধীনে ১১৮.৬৪ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে মন্ত্রক। মঞ্জুর হওয়া বাড়িগুলির মধ্যে ১১৪.৩৩ লক্ষ বাড়ির কাজ শুরু হয়ে গেছে যারমধ্যে ৮৫.০৪ লক্ষ বাড়ি তৈরি সম্পূর্ণ হয়েছে এবং হস্তান্তর করা হয়েছে।

প্রকল্প সম্পূর্ণ হওয়ার সময়সীমায় রাজ্যে রাজ্যে পার্থক্য আছে তবে সাধারণত কর্মসূচীর বিভিন্ন শ্রেণীতে ১২-৩৬ মাস লেগে থাকে। এই কর্মসূচীর মেয়াদ পূর্বে ছিল ৩১.০৩.২০২২ পর্যন্ত। এটি বেড়ে হয়েছে ৩১.১২.২০২৪।

পশ্চিমবঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে ৬,৬৮,৯৫৩ বাড়ির। নির্মাণ কাজ শুরু হয়েছে ৬,১২,৯৯৮টির। নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে ৪,০০,২৫৭টি বাড়ির। কেন্দ্রীয় সহায়তার হিসেবে মঞ্জুর হয়েছে ১০,৭৭৩.৫০ কোটি টাকা তারমধ্যে দেওয়া হয়েছে ৭,৬৭৫.৯৩ কোটি টাকা। 

এই তথ্য আজ রাজ্যসভায় লিখিত উত্তরে পেশ করেছেন আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী তোখন সাহু। 


PG/ AP /AG



(Release ID: 2038624) Visitor Counter : 20