স্বরাষ্ট্র মন্ত্রক
কার্গিল বিজয় দিবসে মাতৃভূমি রক্ষায় বীর সেনাদের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র শ্রদ্ধাজ্ঞাপন
Posted On:
26 JUL 2024 2:24PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৬ জুলাই ২০২৪
কার্গিল বিজয় দিবসে মাতৃভূমি রক্ষায় বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ।
এক্স প্ল্যাটফর্মে শ্রী অমিত শাহ বলেছেন,
“কার্গিল বিজয় দিবস আমাদের সেনাবাহিনীর বীর সেনাদের অমিত বিক্রম ও অবিচল নিষ্ঠার সাক্ষ্য স্বরূপ। হিমালয়ের দুর্গম পাহাড় চূড়ায় কার্গিল যুদ্ধে চূড়ান্ত শৌর্যের পরিচয় দিয়ে আমাদের বীর সেনারা শত্রুপক্ষকে পরাস্ত করে ত্রিবর্ণ পতাকা মেলে ধরে দেশকে গর্বিত করেছেন। কার্গিল বিজয় দিবসে মাতৃভূমির সম্মান রক্ষায় বীর সেনাদের শ্রদ্ধা জানাই। কৃতজ্ঞ দেশবাসী বীর সেনাদের এই ত্যাগ, নিষ্ঠা এবং আত্মবলিদানকে কোনোদিন ভুলে যাবে না”।
PG/AB/CS
(Release ID: 2037818)