কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রচিত বই ‘পাওয়ার উইদিন: লিডারশিপ লিগাসি’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বদান সম্পর্কে এই বইটিতে পশ্চিমী দুনিয়া এবং ভারতের নেতৃবৃন্দ তাঁদের ভাবনার কথা জানিয়েছেন

Posted On: 21 JUL 2024 5:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৪ 

 

কেন্দ্রীয় সরকারের ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের সদস্য, ডঃ আর বালাসুব্রহ্মনিয়াম রচিত ‘পাওয়ার উইদিন’: দ্য লিডারশিপ লিগাসি অফ নরেন্দ্র মোদী বইটি কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-কে উপহার দেওয়া হয়েছে। ডঃ বালাসুব্রহ্মনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রোহডস্‌ প্রফেসর। 
তাঁর লেখা এই বইটিতে পশ্চিমী দুনিয়া এবং ভারতের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বদান সম্পর্কে তাঁদের ভাবনার কথা জানিয়েছেন। বিশিষ্ট এই লেখক এর আগে ভয়েসেস ফ্রম দ্য গ্র্যাসরুট এবং লিডারশিপ লেসেন্স ফর ডেইলি লিভিং – এর মতো পাঠকদের সমাদৃত বই লিখেছেন। 
কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা এবং অন্যান্য নেতৃবৃন্দ জানিয়েছেন যে, কিভাবে নরেন্দ্র মোদী নিরলস কঠোর পরিশ্রম করে চলেছেন। এছাড়াও, তাঁর জনসংযোগ সম্পর্কেও তাঁরা মতামত জানিয়েছেন। সমাজের বিভিন্ন মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং কর্পোরেট জগতের বিশিষ্ট জনেদের মতামতও এই বইতে লিপিবদ্ধ রয়েছে। 
ডঃ সিং জানান, মোদীর সময়কালের একটি প্রামাণ্য পুস্তক হিসেবে এই বইটি বিবেচিত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে মোদীর উদ্যোগ সংক্রান্ত তথ্য এই বইতে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী সম্পর্কে লিখিত এই বইটি ভবিষ্যতে গবেষকদের কাছে অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত হবে।

 

PG/CB/SB



(Release ID: 2035577) Visitor Counter : 3