সংসদবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে আজ

Posted On: 21 JUL 2024 5:06PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২১ জুলাই, ২০২৪


২০২৪-এর সংসদের বাজেট অধিবেশন সূচনার আগে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের অধ্যক্ষতায় সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী অষ্টাদশ লোকসভা গঠনের পরে সংসদের উভয়কক্ষে রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে প্রথম বৈঠকে স্বাগত জানিয়েছেন সকলকে। প্রারম্ভিক ভাষণে সংসদীয় মন্ত্রী শ্রী কিরেণ রিজেজু জানান, সংসদের বাজেট অধিবেশন শুরু হবে সোমবার ২২ জুলাই ২০২৪-এ এবং সরকারী কার্যাবলীর সমাপ্তি সাপেক্ষে অধিবেশন শেষ হতে পারে ১২ আগস্ট ২০২৪ সোমবারে। অধিবেশনে ২২দিনে ১৬টি বৈঠক হবে। মন্ত্রী আরও জানান, এই অধিবেশনে মূলত ২০২৪-২৫-এর সাধারণ বাজেট সংক্রান্ত আর্থিক কার্যাবলী হবে। বাজেট পেশ হবে ২৩ জুলাই ২০২৪ মঙ্গলবার। তবে অধিবেশনে গুরুত্বপূর্ণ আইনী এবং অন্যান্য কার্যাবলী গৃহীত হবে। সোমবার ২২ জুলাই ২০২৪ উভয় সভায় পেশ হবে ভারতের অর্থনৈতিক সমীক্ষা। কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ২০২৪-এর বাজেট পেশ হবে ২৩ জুলাই ২০২৪। এই অধিবেশনে সম্ভাব্য ৬টি আইন বিষয়ক এবং ৩টি আর্থিক বিষয়ক কার্যাবলী চিহ্নিত করা হয়েছে আলোচনার জন্য।
সংসদ বিষয়ক মন্ত্রী আরও জানান যে, সরকার সভায় যেকোনও বিষয়ে পদ্ধতি মেনে এবং অধ্যক্ষের অনুমতি মেনে আলোচনার জন্য প্রস্তুত। তিনি সকল দলের নেতাদের সংসদের উভয়কক্ষে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সক্রিয় সহযোগিতা এবং সহায়তা করার অনুরোধ জানান। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সারমন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, যিনি রাজ্যসভার নেতাও। আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং সংসদ বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড: এল মুরুগন। বৈঠকের শেষে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সব নেতাকে ধন্যবাদ জানান গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য। তিনি আরও বলেন যে, সভা চলাকালীন সংসদের পবিত্রতা রক্ষা করা উচিত। সরকার সংসদের উভয়কক্ষে বিধি অনুযায়ী এবং অধ্যক্ষ ও চেয়ারম্যানের সিদ্ধান্ত মেনে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত। 
সব মিলিয়ে বৈঠকে ৪১টি রাজনৈতিক দলের ৫৫জন নেতা যোগ দেন। 


PG/ AP/AG


(Release ID: 2034899) Visitor Counter : 89