স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জঙ্গি তৎপরতার মোকাবিলায় কেন্দ্রীয় গেয়েন্দা ব্যুরোর কাজকর্মকে নিশ্ছিদ্র করে তোলার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Posted On: 19 JUL 2024 7:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২৪

 

আজ নয়া দিল্লিতে সার্বিক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের কিভাবে মোকাবিলা করা যায় সে সম্পর্কে ইন্টেলিজেন্স ব্যুরোর মাল্টি এজেন্সি সেন্টারের (এমএসি) কাজকর্ম পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা ও আইন বলবৎকারী কেন্দ্রীয় সংস্থাগুলির প্রধানরা। জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করে তুলতে সরকারের দৃষ্টিভঙ্গী অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি ও সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভেঙ্গে দিতে সংশ্লিষ্ট নিরাপত্তা সম্পর্কিত সবকটি সংস্থার মধ্যে সার্বিক সহযোগিতাকে আরও নিবিড় করে তোলারও পরামর্শ দেন তিনি। 

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি তথা সন্ত্রাস মোকাবিলার মতো বিষয়গুলি পর্যালোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী মাল্টি এজেন্সি সেন্টারকে আরও বেশি করে কার্যকর করে তোলার সপক্ষে পরামর্শ দেন। একই সঙ্গে মাদক চালান বিরোধী কাজকর্ম, সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য সম্পর্কিত অন্যান্য কাজকেও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন শ্রী অমিত শাহ। তিনি বলেন যে মাল্টি এজেন্সি সেন্টার ইতিমধ্যেই দৃঢ় আস্থা ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে চলেছে। তবে, এই কাজ প্রতিদিন ২৪ ঘন্টা চালিয়ে যাওয়ার জন্য তাদের আরও বেশি করে উদ্যোগ গ্রহণ করা দরকার। এই প্রসঙ্গে অপেক্ষাকৃত তরুণ এবং প্রযুক্তি দক্ষ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠনেরও প্রস্তাব ও পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন যে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় আমাদের অবশ্যই সবদিক দিয়ে প্রস্তুত থাকা প্রয়োজন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাল্টি এজেন্সি সেন্টারের ফ্রেমওয়ার্কটি এখন প্রযুক্তিগত ও পরিচালনার দিক থেকে যথেষ্ট উন্নত। তাই নিরাপত্তা সম্পর্কিত যে কোন সমস্যার মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। 


PG/SKD/AS/


(Release ID: 2034734) Visitor Counter : 46