কৃষিমন্ত্রক

পাম তেল ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত ভারত ও মালয়েশিয়া

Posted On: 18 JUL 2024 5:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুলাই, ২০২৪ 

 

ভারত ও মালয়েশিয়া পাম তেল সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান এবং মালয়েশিয়ার বৃক্ষ রোপণ বিষয়ক মন্ত্রী শ্রী দাতুক শেরি জোহারি আব্দুল গনির মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
মালয়েশিয়ার মন্ত্রী শ্রী দাতুক শেরি জোহারি আব্দুল গনি ১৬ – ১৯ জুলাই পর্যন্ত ভারত সফরে এসেছেন। তিনি আজ নতুন দিল্লির কৃষি ভবনে শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কৃষি সহযোগিতা বাড়ানোর নানা পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
ভোজ্যতেল, পাম তেল সহ অন্যান্য কৃষি পণ্যের পাশাপাশি, বৃক্ষ রোপণ ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও কৃষি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা মতবিনিময় করেন। 
বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী মালয়েশিয়ার মন্ত্রী শ্রী দাতুক শেরি জোহারি আব্দুল গনি-কে তাঁর সফল ভারত সফরের জন্য ধন্যবাদ জানান এবং কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে ভারত ও মালয়েশিয়ার সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। 

 

PG/PM/SB



(Release ID: 2034070) Visitor Counter : 10