প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

Posted On: 10 JUL 2024 9:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুলাই, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রিয়ার ভিয়েনায় সেদেশের প্রেসিডেন্ট মাননীয় আলেকজান্ডার ফন ডেয়ার ব্যালেন-এর সঙ্গে দেখা করেছেন। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী বলেন যে, দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপনের সময় তাঁর অস্ট্রিয়া সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। দুই নেতা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ে মতবিনিময় করেন। পরিবেশ রক্ষা এবং উষ্ণায়ন রোধ নিয়েও তাঁদের কথা হয়। এই প্রসঙ্গে উঠে আসে পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিশেষত সৌর ও জলবিদ্যুৎ, জৈব জ্বালানি প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথা। সময় সুযোগ বুঝে ভারতে আসার জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।    


PG/ AC /AG


(Release ID: 2032932) Visitor Counter : 79