ক্রমিক সংখ্যা
|
সমঝোতাপত্র / চুক্তি
|
উদ্দেশ্য
|
১
|
২০২৪ থেকে ২০২৯ সময়কালের জন্য রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, আর্থিক বিভিন্ন ব্যবস্থাপনা এবং বিনিয়োগের ক্ষেত্রে ভারত-রুশ সহযোগিতা কর্মসূচি এবং রাশিয়ার সুমেরু অঞ্চলে সহযোগিতা নীতিসমূহ।
|
এর মাধ্যমে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চল এবং ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং দুটি দেশ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করবে।
|
২
|
জলবায়ু পরিবর্তন এবং কম কার্বন নিঃসরণ সংক্রান্ত বিষয়ে সহযোগিতার জন্য ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র।
|
জলবায়ু পরিবর্তন এবং কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত ব্যবস্থাপনার জন্য যৌথ কর্মীগোষ্ঠী গঠিত হবে। এছাড়াও, ব্যয়সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের জন্য তথ্যের আদান-প্রদান এবং গবেষণায় সহযোগিতা করা হবে।
|
৩
|
ভারতের সার্ভে অফ ইন্ডিয়া এবং রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর স্টেট রেজিস্ট্রেশন, ক্যাডাস্টার অ্যান্ড কার্টোগ্রাফি-র মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
|
বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ভূ-গণিত, মানচিত্র তৈরি এবং বিভিন্ন অঞ্চলের তথ্যের আদান-প্রদান; পেশাদার প্রশিক্ষণ, দক্ষতা এবং সহযোগিতা বৃদ্ধি।
|
৪
|
ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ এবং রাশিয়ার সুমেরু অঞ্চলের গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও গবেষণার জন্য সমঝোতাপত্র স্বাক্ষর।
|
সুমেরু অঞ্চলের জলবায়ু নিয়ে পরীক্ষানিরীক্ষা এবং বিভিন্ন তথ্যের আদান-প্রদানের জন্য সহযোগিতা; পণ্য পরিবহণ; যৌথ গবেষণা; দু’দেশের বিশেষজ্ঞদের মধ্যে আদান-প্রদান; সংশ্লিষ্ট অঞ্চলের জন্য বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচি ও প্রকল্পে অংশগ্রহণ।
|
৫
|
ভারতের প্রসার ভারতী এবং রাশিয়ার এএনও ‘টিভি-নোভোস্তি’ (রাশিয়া টুডে টিভি চ্যানেল)-এর মধ্যে সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতাপত্র স্বাক্ষর।
|
সম্প্রচার, অনুষ্ঠান ও কর্মী বিনিময় এবং প্রশিক্ষণের জন্য সহযোগিতা।
|
৬
|
ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ইন্ডিয়া ফার্মাকোপিয়া কমিশন এবং রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের সায়েন্টিফিক সেন্টার ফর এক্সপার্ট ইভোলিউশন অফ মেডিকেল প্রোডাক্টস-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
|
তথ্য বিনিময় এবং দক্ষতা বৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মানুষের চিকিৎসার জন্য ব্যবহৃত উন্নতমানের ওষুধ উৎপাদন নিশ্চিত করা।
|
৭
|
ভারতের ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার এবং রাশিয়ার ইন্টারন্যাশনাল কর্মাশিয়াল আর্বিট্রেশন কোর্ট-এর মধ্যে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর।
|
বাণিজ্যিক স্বার্থ সম্বলিত দায়রা আইনের বিবাদ নিষ্পত্তি।
|
৮
|
ভারতের ইনভেস্ট ইন্ডিয়া এবং রাশিয়ার জেএসসি “ম্যানেজমেন্ট কোম্পানি অফ রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড”-এর মধ্যে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহদানের জন্য চুক্তি স্বাক্ষর।
|
ভারতীয় বাজারে রাশিয়ান সংস্থাগুলির বিনিয়োগের সুবিধার জন্য সহযোগিতা নিশ্চিত করা।
|
৯
|
ভারতের ‘ট্রেড প্রোমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া’ এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা “বিজনেস রাশিয়া”র মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
|
দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, বি২বি বৈঠক এবং বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠান আয়োজন করা, দুই দেশের বাণিজ্য মহলের প্রতিনিধিদের মধ্যে আদান-প্রদান।
|