সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজে জয়লাভের পর ভারতীয় বধির ক্রিকেট দলের সদস্যদের কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রীর সংবর্ধনা জ্ঞাপন
प्रविष्टि तिथि:
03 JUL 2024 3:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ জুলাই, ২০২৪
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার আজ ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজে জয়লাভের পর ভারতীয় বধির ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধিত করেছেন। ইংল্যান্ডে ১৮ – ২৭ জুন টি-২০ ম্যাচের সিরিজ ভারতীয় বধির ক্রিকেট দল ৫ – ২ এ জিতে নেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ডঃ কুমার দলের সদস্যদের পুষ্পস্তবক এবং শাল দিয়ে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “এটি প্রমাণিত যে, আমাদের বধির খেলোয়াড়রা সুযোগ পেলে তাঁদের দক্ষতা প্রদর্শন করতে পারেন। বিদেশের মাটিতে ত্রিবর্ণরঞ্জিত পতাকার উত্তোলন আমাদের সকলের কাছে গর্বের। ক্রিকেট মাঠের এই জয় তাঁদের ব্যক্তিগত জীবনে উৎসাহ-উদ্দীপনার সঞ্চার ঘটাবে এবং যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে অনুপ্রাণিত করবে। ভারতীয় বধির ক্রিকেট দলের এই সাফল্য অন্যান্য বধির খেলোয়াড়দেরও উৎসাহিত করবে। তাঁরা নতুন নতুন সাফল্য অর্জনে ব্রতী হবেন”।
PG/CB/SB
(रिलीज़ आईडी: 2030545)
आगंतुक पटल : 90