কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

গত বছরের তুলনায় জুন ২০২৪-এ কয়লা উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি

Posted On: 02 JUL 2024 4:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ জুলাই ২০২৪

 

ভারতে জুন ২০২৪-এ কয়লা উৎপাদন সাময়িক হিসাব অনুযায়ী ৮৪.৬৩ মিলিয়ন টনে পৌঁছেছে। গত বছর এই সময়ের তুলনায় এই বৃদ্ধির হার ১৪.৪৯ শতাংশ। গত বছর ওই একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৭৩.৯২ মিলিয়ন টন। জুন ২০২৪-এ কোল ইন্ডিয়া লিমিটেড ৬৩.১০ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে। গত বছর ওই সময়ের তুলনায় এই বৃদ্ধির হার ৮.৮৭ শতাংশ। গত বছর এই সময় তাদের উৎপাদনের পরিমাণ ছিল ৫৭.৯৬ মিলিয়ন টন। এছাড়াও সাময়িক হিসাব অনুযায়ী ক্যাপটিভ খনি বা অন্যত্র থেকে জুনে ১৬.৬৩ মিলিয়ন টন কয়লা উৎপাদন হয়েছে। গত বছর ওই সময় যা ছিল ১০.৩১ মিলিয়ন টন। অর্থাৎ বৃদ্ধির হার ৫৫.৪৯ শতাংশ। 

জুন মাসের সাময়িক হিসাব অনুযায়ী ভারতের কয়লা সরবরাহ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৫.৭৬ মিলিয়ন টন। গত বছর ওই সময় যার পরিমাণ ছিল ৭৭.৮৬ মিলিয়ন টন। বৃদ্ধির হার ১০.১৫ শতাংশ। জুন ২০২৪-এ সাময়িক হিসাব অনুযায়ী কোল ইন্ডিয়া লিমিটেড ৬৪.১০ মিলিয়ন টন কয়লা সরবরাহ করেছে। গত বছর ওই সময় যার পরিমাণ ছিল ৬০.৮১ মিলিয়ন টন। বৃদ্ধির হার ৫.৪১ শতাংশ। এর অতিরিক্ত ক্যাপটিভ খনি বা অন্যত্র থেকে কয়লা সরবরাহের পরিমাণ ১৬.২৬ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। গত বছর যা ছিল ১১.৩০ মিলিয়ন টন। বৃদ্ধির হার ৪৩.৮৪ শতাংশ। 

এছাড়াও কয়লা সংস্থাগুলি কয়লা মজুতের পরিমাণও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে সাময়িক হিসাব অনুযায়ী ৯৫.০২ মিলিয়ন টনে পৌঁছেছে। উল্লেখযোগ্য এই বৃদ্ধির হার ৪১.৬৮ শতাংশ। কয়লা ক্ষেত্রে সামগ্রিক দক্ষতাই এর মাধ্যমে ফুটে উঠছে। এর পাশাপাশি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লা মজুত সাময়িক হিসাব অনুযায়ী এই সময়কালে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়ে ৪৬.৭০ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। বৃদ্ধির হার ৩০.১৫ শতাংশ। 

প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের দিশা অর্জনের লক্ষ্যে কয়লা মন্ত্রক নিরলস প্রয়াস এবং কৌশলগত প্রক্রিয়া হাতে নেওয়ায় জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা এবং সুস্থায়ী উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া এর মাধ্যমে ত্বরান্বিত হয়েছে। 


PG/AB/AS


(Release ID: 2030326) Visitor Counter : 65