প্রতিরক্ষামন্ত্রক
লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমনি, পিভিএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম উপসেনাধ্যক্ষ পদের দায়িত্ব গ্রহণ করেছেন
Posted On:
01 JUL 2024 4:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ জুলাই, ২০২৪
লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমনি আজ সেনাবাহিনীর উপপ্রধান পদে দায়িত্ব নিয়েছেন। তিনি লক্ষ্ণৌতে সেন্ট্রাল কম্যান্ডে জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ পদে কর্মরত ছিলেন।
১৯৮৫-র ডিসেম্বরে তিনি গাড়োয়াল রাইফেলে যোগ দেন। প্রখ্যাত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে তিনি স্নাতক হন। তিনি ব্রিটেনের ব্র্যাকমেল-এর জয়েন্ট সার্ভিসেস কম্যান্ড স্টাফ কলেজ এবং নতুন দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী। লন্ডনের কিংস কলেজ থেকে তিনি স্নাতকোত্তর করেছেন এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে এমফিল করেন।
তাঁর কর্মবহুল জীবনে ৩৭ বছরে সংঘর্ষপূর্ণ এবং দুর্গম এলাকায় কাজ করেছেন। একাধিক দায়িত্ব সামলেছেন। পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চল দুটি সীমান্তেই বিভিন্ন ধরনের কাজে তাঁর জ্ঞান এবং গভীর প্রজ্ঞা আছে।
দেশের প্রতি অনবদ্য অবদানের জন্য জেনারেল অফিসার পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেলে ভূষিত হয়েছেন।
PG/AP/NS
(Release ID: 2030139)
Visitor Counter : 55