পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৯ জুন জাতীয় "পরিসংখ্যান দিবস" উদযাপন

Posted On: 28 JUN 2024 11:24AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুন, ২০২৪ 

 

পরিসংখ্যান ও আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে অধ্যাপক (প্রয়াত) প্রশান্ত চন্দ্র মহালানবিশের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ২৯ জুন তাঁর জন্মবার্ষিকীতে দেশ জুড়ে পরিসংখ্যান দিবস পালন করা হয়। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হ’ল, সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দেশের আর্থ-সামাজিক পরিকল্পনা ও নীতি-নির্ধারণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। ২০০৭ সাল থেকে প্রতি বছর পরিসংখ্যান দিবস উদযাপিত হয়ে আসছে। এই বছরের পরিসংখ্যান দিবসের মূল বিষয়বস্তু হ’ল, "সিদ্ধান্ত গ্রহণে ডেটার ব্যবহার"।

নতুন দিল্লির মানেকশ সেন্টারে এই বছরের পরিসংখ্যান দিবসের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে থাকবেন ১৬তম অর্থ কমিশনের চেয়ারম্যান ডঃ অরবিন্দ পানাগরিয়া। এছাড়া জাতীয় পরিসংখ্যান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক রাজীব লক্ষ্মণ করন্ডিকর এবং কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক/দপ্তর এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। 

PG/MP/SB


(Release ID: 2029446) Visitor Counter : 53