প্রধানমন্ত্রীরদপ্তর

প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও-এর প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

Posted On: 28 JUN 2024 12:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুন, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও-এর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী বলেন, নরসিমা রাও তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। এটি আমাদের সরকারের কাছে সম্মানের যে, এই বছরের গোড়ার দিকে আমরা তাঁকে ভারতরত্ন প্রদান করেছি।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
 “নরসিমা রাও গারুর জন্মবার্ষিকী উপলক্ষে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এটি আমাদের সরকারের কাছে সম্মানের যে, দেশের প্রতি তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের শুরুতে আমরা তাঁকে ভারতরত্ন প্রদান করেছি।"

PG/MP/SB



(Release ID: 2029444) Visitor Counter : 4