প্রধানমন্ত্রীরদপ্তর

বিশ্বমঞ্চে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির অগ্রণী ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

Posted On: 27 JUN 2024 3:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বমঞ্চে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির অগ্রণী ভূমিকার প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে তিনি উচ্চমানের শিক্ষা এবং বিকাশ ও উদ্ভাবনের সুযোগ প্রদানে সরকারের প্রতিশ্রুতি কথাও তুলে ধরেন। 

টাইমস হায়ার এডুকেশনের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার ফিল বেটির একটি এক্স বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন ;

“ভারতের বিশ্ববিদ্যালয়গুলিকে বিশ্বমঞ্চে অগ্রণী ভূমিকায় আসতে দেখে দারুণ লাগছে। উচ্চ গুণমানের শিক্ষা প্রদানের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার ফলাফল অত্যন্ত উৎসাহব্যাঞ্জক। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতি আমাদের সহায়তা এবং বিকাশ ও উদ্ভাবনের সুযোগ প্রদানে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। এর থেকে আমাদের যুব সম্প্রদায় ব্যাপকভাবে উপকৃত হবে।”

    


PG/SD/NS



(Release ID: 2029318) Visitor Counter : 10