প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নাদাপ্রভু কেম্পেগৌড়াকে শ্রদ্ধা জানিয়েছেন

Posted On: 27 JUN 2024 3:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুন, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী নাদাপ্রভু কেম্পেগৌড়ার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, শ্রী নাদাপ্রভু কেম্পেগৌড়া ছিলেন অর্থনীতি, কৃষি, সেচ এবং আরও অনেক কিছুর উন্নয়নে অগ্রগণ্য ব্যক্তি।
প্রধানমন্ত্রী এক্স – এ পোস্ট করেছেন, “শ্রী নাদাপ্রভু কেম্পেগৌড়া-কে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধা। দূরদর্শিতা এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি পরিচিত ছিলেন। অর্থনৈতিক উন্নতি, কৃষি, সেচ এবং আরও অনেক ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রবর্তী ব্যক্তিত্ব। তিনি লালন করেছিলেন বেঙ্গালুরুকে। এই শহর তার প্রাণবন্ততা ও উদ্ভাবনী শক্তির জন্য সারা বিশ্বে বন্দিত। সমাজের জন্য তাঁর ভাবনা পূরণ করতে আমাদের সরকার কাজ করবে এবং তাঁর আদর্শকে তুলে ধরবে। ২০২২ – এ যেটি উদ্বোধন করার সম্মান পেয়েছিলাম, সেই ‘স্ট্যাচু অফ প্রসপারিটি’র ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলাম”। 
“ಶ್ರೀ ನಾಡಪ್ರಭು ಕೆಂಪೇಗೌಡರ ಜಯಂತಿಯಂದು ಅವರಿಗೆ ಗೌರವ ನಮನಗಳು. ಅವರು ದೂರದೃಷ್ಟಿ ಮತ್ತು ಆಡಳಿತಾತ್ಮಕ ಕೌಶಲ್ಯಗಳಿಗೆ ಹೆಸರುವಾಸಿಯಾದ ದಾರ್ಶನಿಕರಾಗಿದ್ದರು. ಆರ್ಥಿಕ ಹಿತಚಿಂತನೆ, ಕೃಷಿ, ನೀರಾವರಿ ಮುಂತಾದವುಗಳ ಸುಧಾರಣೆಯಲ್ಲಿ ಅವರು ಮುಂಚೂಣಿಯಲ್ಲಿದ್ದರು. ಅವರು ಕಟ್ಟಿದ ಬೆಂಗಳೂರು ನಗರ ತನ್ನ ಚಲನಶೀಲತೆ, ಹುರುಪು ಮತ್ತು ನಾವೀನ್ಯತೆಗಾಗಿ ಜಾಗತಿಕವಾಗಿ ಮೆಚ್ಚುಗೆ ಪಡೆದಿದೆ. ಸಮಾಜದ ಬಗ್ಗೆ ಕೆಂಪೇಗೌಡರ ದೂರದೃಷ್ಟಿಯನ್ನು ನನಸಾಗಿಸಲು ಮತ್ತು ಅವರು ಪೋಷಿಸಿದ ಮೌಲ್ಯಗಳನ್ನು ಎತ್ತಿಹಿಡಿಯಲು ನಮ್ಮ ಸರ್ಕಾರ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಲೇ ಇರುತ್ತದೆ. 2022ರಲ್ಲಿ ನನಗೆ ಉದ್ಘಾಟನೆ ಭಾಗ್ಯ ದೊರೆತ 'ಸಮೃದ್ಧಿ ಪ್ರತಿಮೆ'ಯ ಚಿತ್ರಗಳನ್ನು ಇಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳುತ್ತಿದ್ದೇನೆ.”


PG/AP/SB



(Release ID: 2029163) Visitor Counter : 8