নির্বাচনকমিশন
২০২৪-এর সাধারণ নির্বাচনের জন্য ব্যবহৃত ইভিএম-এর ব্যবহৃত মেমরি/মাইক্রোকন্ট্রোলার পরীক্ষা ও যাচাইয়ের জন্য ১১টি আবেদন পাওয়া গেছে
Posted On:
20 JUN 2024 2:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জুন, ২০২৪
নির্বাচন কমিশনের পয়লা জুন ২০২৪-এর এসওপি সাধারণ কার্যপদ্ধতি মোতাবেক ফল ঘোষণার পরে ইভিএম-এর ব্যবহৃত মেমরি/মাইক্রোকন্ট্রোলার পরীক্ষা ও যাচাইয়ের জন্য ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য ৮টি আবেদন এবং বিধানসভাগুলির নির্বাচনের জন্য তিনটি আবেদন পাওয়া গেছে।
অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এই ৬টি রাজ্যের ৮টি সংসদীয় কেন্দ্রের ৯২টি ভোট কেন্দ্রের ইভিএম-এর ব্যবহৃত মেমরি/মাইক্রোকন্ট্রোলার পরীক্ষা ও যাচাইয়ের জন্য আবেদন পাওয়া গেছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন এবং ওড়িশা বিধানসভা নির্বাচনের তিনটি বিধানসভা কেন্দ্রের ২৬টি ভোটদান কেন্দ্রের ইভিএম-এর জন্য আবেদন পাওয়া গেছে।
নির্বাচন কমিশন ২০২৪-এর পয়লা জুন তারিখের নির্দেশে আবেদন প্রক্রিয়ার জন্য এবং যে ইউনিটগুলি পরীক্ষা করা হবে, তার প্রোটোকল, পরীক্ষা/যাচাই প্রক্রিয়া পরিচালনার জন্য সুরক্ষা ও নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নথি বিষয়ে বিস্তারিত প্রশাসনিক সাধারণ কার্যপদ্ধতি জারি করে। এসওপি লিঙ্ক- https://tinyurl.com/yxtxys7u।
উল্লিখিত এসওপি অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে ফল ঘোষণার তারিখের ৩০ দিনের মধ্যে নির্মাতাকে আবেদনকারীদের তালিকা জানাতে হবে। সেইসঙ্গে কমিশনকে এই বিষয়ে অবহিত করতে হবে।
অর্থাৎ ২০২৪-এর চৌঠা জুলাইয়ের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকরা ইতিমধ্যেই নির্মাতাদের তা জানিয়েছেন।
নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই।
উল্লিখিত কেন্দ্রগুলির নির্বাচনী আবেদনের পরিস্থিতি যাচাইয়ের চার সপ্তাহের মধ্যে পরীক্ষা ও যাচাই প্রক্রিয়া শুরু করা যেতে পারে জারি হওয়া এসওপি মোতাবেক এবং আইনী দিক বিচার করে। এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সংশ্লিষ্ট হাই কোর্টের রেজিস্ট্রারের থেকে ছাড়পত্র নিতে হবে। নির্বাচনী আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুলাই ২০২৪। অর্থাৎ ফল ঘোষণার থেকে ৪৫ দিনের মধ্যে। নির্বাচনী আবেদনের মেয়াদ শেষ হওয়ার আগেই সময় মতো কমিশন প্রক্রিয়া এবং ইভিএম ইউনিটের ব্যবহৃত মেমরি/মাইক্রোকন্ট্রোলার পরীক্ষা ও যাচাইয়ের নির্দেশ জারি করবে।
সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে নির্বাচনী আবেদন প্রাপ্তির দুই সপ্তাহের মধ্যে ইভিএম পরীক্ষা ও যাচাইয়ের নির্ঘন্ট জানাতে হবে নির্মাতাদের। নির্বাচনী আবেদনের বিষয়ে সিদ্ধান্তের ৪ সপ্তাহের মধ্যে ইউনিট পরীক্ষা ও যাচাইয়ের কাজ শুরু হবে।
PG/AP/NS
(Release ID: 2027155)
Visitor Counter : 69