প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করলেন শ্রী রাজনাথ সিং

Posted On: 13 JUN 2024 2:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জুন, ২০২৪


শ্রী রাজনাথ সিং টানা দ্বিতীয়বারের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করলেন ১৩ জুন ২০২৪। নতুন দিল্লির সাউথ ব্লকে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহ্বান, সেনাধ্যক্ষ জেনারেল মনোজ পান্ডে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরামানে, অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ দপ্তরের সচিব ডঃ নীতেন চন্দ্র, প্রতিরক্ষা গবেষণা সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাথ এবং প্রতিরক্ষা মন্ত্রকের অন্য আধিকারিকরা। 

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতিরক্ষামন্ত্রী তাঁর আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে জানান এবং বলেন, আরও নিরাপদ, স্বনির্ভর এবং উন্নত দেশ গড়ার লক্ষ্যে আরও উদ্যমের সঙ্গে অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের লক্ষ্য হবে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে আত্মনির্ভরতা অর্জন এবং দেশের নিরাপত্তার সরঞ্জামগুলি আরও শক্তিশালী করা। আমাদের আরও লক্ষ্য হবে সশস্ত্রবাহিনীর আধুনিকীকরণ এবং কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের কল্যাণ।”

শ্রী রাজনাথ সিং আরও জানান যে আগামীদিনে প্রতিরক্ষা রপ্তানি বাড়ানোই হবে লক্ষ্য। তিনি বলেন, “২০২৩-২৪ অর্থবছরে প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ২১,০৮৩ কোটি টাকা। এটি ঐতিহাসিক। আমাদের লক্ষ্য হবে ২০২৮-২৯-এর মধ্যে ৫০,০০০ কোটি টাকার বেশি মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করা।”

প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন যে সশস্ত্রবাহিনীকে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম দেওয়া হয়েছে। তাঁরা যেকোন সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত। শৌর্য ও দায়বদ্ধতার সঙ্গে দেশের একতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি বাহিনীর প্রশংসা করেন তিনি। 

দায়িত্বগ্রহণ করার পরেই শ্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকারের অধীন প্রতিরক্ষা মন্ত্রকের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে আলোকপাত করা হয় অবসরপ্রাপ্তদের কল্যাণে যেখানে অবসরপ্রাপ্ত কর্মী কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে আলোচনা হয়। তিনি আধিকারিকদের ১০০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী কর্মসূচিগুলি রূপায়ণ করার কাজে প্রয়াস নেওয়ার নির্দেশ দেন। 

সামরিক প্রস্তুতি বৃদ্ধি করতে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন করতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি এবং মন্ত্রকের উদ্যোগগুলির অগ্রগতি খতিয়ে দেখতে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন। ভারত মহাসাগর অঞ্চলের বর্ধিত গুরুত্বের ওপর জোর দিয়ে প্রতিরক্ষামন্ত্রী তাঁর মন্ত্রিত্বের এই পর্বের প্রথমেই যাবেন বিশাখাপত্তনমে ইস্টার্ন নাভাল কম্যান্ড পরিদর্শন করতে। সেখানে তিনি নৌসেনা এবং আধিকারিকদের সঙ্গে আলাপচারিতা করবেন। 

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে টানা তৃতীয়বার লোকসভায় নির্বাচিত হওয়ার পরে শ্রী রাজনাথ সিং ৯ জুন ২০২৪-এ শপথগ্রহণ করেন। ২০১৯ থেকে ২০২৪ সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলানোর ফলে তাঁকেই টানা দ্বিতীয়বারের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের ভার দেওয়া হয়। তাঁর নেতৃত্বে মন্ত্রক নতুন উদ্যমে এগিয়ে যাবে। যার লক্ষ্য হবে প্রধানমন্ত্রীর ভাবনা মতো ২০৪৭-এর মধ্যে দেশকে ‘বিকশিত ভারত’-এ রূপান্তরিত করা। জোর দেওয়া হবে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর, সশস্ত্রবাহিনীর আধুনিকীকরণে, নতুন প্রযুক্তি উদ্ভাবনে, সীমান্তে পরিকাঠামো জোরদার করতে এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের কল্যাণ নিশ্চিত করতে। 

PG/AP/AS


(Release ID: 2025118) Visitor Counter : 61