তথ্যওসম্প্রচারমন্ত্রক
দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে মিফ ম্যানিয়া : দিল্লি, কলকাতা, চেন্নাই এবং পুণেতে দেখুন মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের সেরা ছবি!
Posted On:
12 JUN 2024 5:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুন, ২০২৪
অষ্টাদশ মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (এমআইএফএফ) মুম্বাইয়ের পাশাপাশি ডানা ছড়াচ্ছে অন্য শহরেও। এই প্রথম মিফ-cএর চলতি সংস্করণ শুধু মুম্বাইতেই অনুষ্ঠিত হবে না ছড়িয়ে পড়বে দিল্লি, কলকাতা, চেন্নাই এবং পুণের মতো শহরেও। একই সঙ্গে দেখানো হবে গোটা বিশ্বের উচ্চমানের তথ্যচিত্র, ছোট কাহিনীচিত্র এবং অ্যানিমেশন ছবি।
মূল উৎসব শুরু হবে ১৫ জুন, চলবে ২১ জুন ২০২৪ পর্যন্ত। মুম্বাইয়ের পেডার রোডে ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন – ফিল্ম ডিভিশনের প্রাঙ্গণে। দিল্লির চলচ্চিত্রপ্রেমীদের জন্য সিরি ফোর্ট অডিটোরিয়ামের তিনটি প্রেক্ষাগৃহে ১৬ থেকে ২০ জুন দেখানো হবে বাছাই ছবি। কলকাতার চলচ্চিত্র উৎসাহীরা ছবি দেখতে পাবেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট (এসআরএফটিআই)-তে। আর চেন্নাইয়ে এনএফডিসি-র টেগোর ফিল্ম সেন্টারে দেখানো হবে ছবি। এছাড়া পুণের ন্যাশনাল আরকাইভ অফ ইন্ডিয়াতেও ছবি দেখানো হবে। আগত দর্শকদের নাম লেখানোর বন্দোবস্ত থাকবে প্রদর্শনস্থলে। আগে আসলে আগে পাবে ভিত্তিতে টিকিট দেওয়া হবে। উদ্বোধনী ছবি ‘বিলি অ্যান্ড মলি : অ্যান্ড অটার লাভ স্টোরি’ দেখানো হবে সবকটি কেন্দ্রে একসঙ্গে ১৫ জুন দুপুর আড়াইটেয়।
PG/AP/AS
(Release ID: 2025112)
Visitor Counter : 56