রাষ্ট্রপতিরসচিবালয়

প্রেস বার্তা

Posted On: 09 JUN 2024 11:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ জুন, ২০২৪

 

রাষ্ট্রপতি শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নিম্ন লিখিতদের নিয়োগ করেছেন;

ক্যাবিনেট মন্ত্রী
১. শ্রী রাজনাথ সিং
২. শ্রী অমিত শাহ
৩. শ্রী নিতিন জয়রাম গড়করি
৪. শ্রী জগতপ্রকাশ নাড্ডা
৫. শ্রী শিবরাজ সিং চৌহ্বান
৬. শ্রীমতী নির্মলা সীতারমন
৭. ডঃ সুব্রমণিয়ম জয়শঙ্কর
৮. শ্রী মনোহর লাল
৯. শ্রী এইচ ডি কুমারস্বামী
১০. শ্রী পীযূষ গয়াল
১১. শ্রী ধর্মেন্দ্র প্রধান
১২. শ্রী জিতনরাম মাঁঝি
১৩. শ্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং
১৪. শ্রী সর্বানন্দ সোনওয়াল
১৫. ডঃ বীরেন্দ্র কুমার
১৬. শ্রী কিনজারাপু রামমোহন নায়ডু
১৭. শ্রী প্রহ্লাদ যোশী
১৮. শ্রী জুয়াল ওরাওঁ
১৯. শ্রী গিরিরাজ সিং
২০. শ্রী অশ্বিনী বৈষ্ণব
২১. শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
২২. শ্রী ভূপেন্দ্র যাদব
২৩. শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত
২৪. শ্রীমতী অন্নপূর্ণা দেবী
২৫. শ্রী কিরেন রিজিজু
২৬. শ্রী হরদীপ সিং পুরি
২৭. ডঃ মনসুখ মান্ডবিয়া
২৮. শ্রী জি কিষাণ রেড্ডি
২৯. শ্রী চিরাগ পাসওয়ান
৩০. শ্রী সি আর পাতিল

প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)
১. রাও ইন্দরজিৎ সিং
২. ডঃ জিতেন্দ্র সিং
৩. শ্রী অর্জুন রাম মেঘওয়াল
৪. শ্রী যাদব প্রতাপরাও গণপতরাও
৫. শ্রী জয়ন্ত চৌধুরী

প্রতিমন্ত্রী
১. শ্রী জিতিন প্রসাদ
২. শ্রী শ্রীপাদ ইয়েসো নায়েক
৩. শ্রী পঙ্কজ চৌধুরী
৪. শ্রী কৃষণ পাল
৫. শ্রী রামদাস অটওয়ালে
৬. শ্রী রামনাথ ঠাকুর
৭. শ্রী নিত্যানন্দ রাই
৮. শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল
৯. শ্রী ভি সোমান্না
১০. ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি
১১. অধ্যাপক এস পি সিং বাঘেল
১২. সুশ্রী শোভা করন্দলাজে
১৩. শ্রী কীর্তিবর্ধন সিং
১৪. শ্রী বি এল ভার্মা
১৫. শ্রী শান্তনু ঠাকুর
১৬. শ্রী সুরেশ গোপি
১৭. ডঃ এল মুরুগান
১৮. শ্রী অজয় টামটা
১৯. শ্রী বন্দি সঞ্জয় কুমার
২০. শ্রী কমলেশ পাসওয়ান
২১. শ্রী ভগিরত চৌধুরী
২২. শ্রী সতীশ চন্দ্র দুবে
২৩. শ্রী সঞ্জয় শেঠ
২৪. শ্রী রভনিত সিং
২৫. শ্রী দুর্গাদাস উইকে
২৬. শ্রীমতী রক্ষা নিখিল খাড়সে
২৭. শ্রী সুকান্ত মজুমদার
২৮. শ্রীমতী সাবিত্রী ঠাকুর
২৯. শ্রী টোখন শাহু
৩০. শ্রী রাজভূষণ চৌধুরী
৩১. শ্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা
৩২. শ্রী হর্ষ মালহোত্রা
৩৩. শ্রীমতী নিমুবেন জয়ন্তীভাই বাম্ভানিয়া
৩৪. শ্রী মুরলীধর মোহল
৩৫. শ্রী জর্জ কুরিয়ান
৩৬. শ্রী পবিত্র মারখেরিটা

২. রাষ্ট্রপতি আজ (০৯.০৬.২০২৪) রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের উপরিল্লিখিত সদস্যদের পদ ও গোপনীয়তা শপথ পাঠ করিয়েছেন।

 

PG/AP/SKD



(Release ID: 2023730) Visitor Counter : 38