কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

বিদ্যুতের চাহিদা বৃদ্ধি সত্ত্বেও দেশের তাপবিদ্যুৎ প্রকল্পগুলিতে কয়লার যোগান নিরন্তর করে তোলা সম্ভব হয়েছে

प्रविष्टि तिथि: 01 JUN 2024 11:49AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ জুন, ২০২৪

 

দেশজুড়ে বিদ্যুতের চাহিদা এখন তুঙ্গে। কিন্তু তা সত্ত্বেও ভারতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে ৪৫ মেট্রিক টনেরও বেশি কয়লা মজুত রয়েছে যা থেকে এখনও ১৯ দিন চলার মতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব। শুধু তাই নয়, এই মজুত ভান্ডার গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি বলে জানা গেছে। গত মে মাসে দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রতিদিন কয়লা ব্যবহারের পরিমাণ ছিল গড়ে মাত্র ১০ হাজার টন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লার যোগান অব্যাহত রাখতে পরিবহণ ব্যবস্থাকে জোরদার করে তোলার সুবাদেই এই সাফল্য বলে জানানো হয়েছে। বিদ্যুৎ, কয়লা এবং রেল মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ গোষ্ঠীটি কয়লার যোগান শৃঙ্খল সুষ্ঠু ও নিরন্তর করে তুলতে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। 

এবছর কয়লার উৎপাদন বৃদ্ধি গত বছরের তুলনায় ৮ শতাংশেরও বেশি। অন্যদিকে, রেল নেটওয়ার্কের পরিকাঠামোগত ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার মাধ্যমে কয়লার পরিবহণ ও যোগান শৃঙ্খলকে নিরন্তর করে তোলা হয়েছে।  

বর্ষার মরশুমে দেশের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লার যোগান যাতে কোনভাবে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ভাবে তৎপর হয়েছে রেল মন্ত্রক। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে যে এবছরের পয়লা জুলাই নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির কাছে ৪২ মেট্রিক টনেরও বেশি কয়লা পৌঁছে দেওয়া সম্ভব হবে। 


PG/SKD/AS


(रिलीज़ आईडी: 2022495) आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Tamil