প্রতিরক্ষামন্ত্রক

৭৬-তম আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস উদযাপন করলো ভারতীয় সেনাবাহিনী

Posted On: 29 MAY 2024 2:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯  মে, ২০২৪

 

ভারতীয় সেনাবাহিনী আজ ৭৬-তম আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস উদযাপন করছে। এই উপলক্ষে নতুন দিল্লীর জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সেনাবাহিনীর উপপ্রধান (তথ্য ও সমন্বয়) লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর। রাষ্ট্রসংঘ, প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও শহীদ স্মারকে পুষ্পার্ঘ অর্পণ করেন। ১৯৪৮ সালের আজকের দিনেই প্যালেস্টাইনে প্রথম রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউএন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন (ইউএনটিএসও)’ কাজ শুরু করেছিল। 

প্রতি বছর এই দিনটিতে রাষ্ট্রসংঘ এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশ রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনে যোদানকারীদের পেশাদারিত্ব, সাহস ও আত্মনিবেদনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। শান্তিরক্ষা মিশনে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ভারত বরাবরই রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এ পর্যন্ত বিভিন্ন মিশনে প্রায় ২,৮৭০০০ ভারতীয় সেনা যোগ দিয়ে কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে দৃষ্টান্তমূলক শৌর্য্য ও সাহসের পরিচয় রেখেছেন।  ১৬০ জন ভারতীয় সেনা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। বর্তমানে ভারতীয় সেনারা বিশ্বের ৯টি দেশে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। 


ভারত রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। শান্তিরক্ষীদের প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা, লিঙ্গ-সাম্য বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নে অবদান রেখে ভারত রাষ্ট্রসংঘের উদ্যোগকে সমর্থন জানিয়েছে। প্রশিক্ষণ, পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক সামরিক সমন্বয় কার্যক্রমের মাধ্যমে ভারত আয়োজক দেশের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এছাড়া রাষ্ট্রসংঘের বিভিন্ন মিশনে গবাদি পশুদের উন্নয়নে ভারত প্রশংসনীয় কাজ করেছে। 

শান্তিরক্ষী বাহিনীর প্রশিক্ষণের জন্য ভারত নতুন দিল্লিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। এই কেন্দ্রে প্রতি বছর ১২,০০০-এর বেশি সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রের পক্ষ থেকে নিয়মত বিভিন্ন নৃত্য দেশে প্রশিক্ষণ পাঠানো হয়। গত দু দশকে এই কেন্দ্র উৎকর্ষের এক ভাণ্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনের কর্মক্ষমতা ও স্থায়িত্ব বাড়াতে ভারতীয় সেনাবাহিনী অত্যাধুনিক সরঞ্জাম ও যানবাহন সরবরাহ করেছে। এগুলি ভারতেই তৈরি হয়েছে। কঠিন ও প্রতিকূল ভূ-প্রকৃতি ও পরিবেশের মোকাবিলায় এগুলি সিদ্ধহস্ত। 

লিঙ্গ-সাম্যের লক্ষ্যে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, ভারত তাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কঙ্গো এবং আবেয়ীতে ভারত মহিলা দল পাঠিয়েছে। গেলান হাইটস্-এ মহিলা সেনাও পাঠিয়েছে ভারত। মেজর রাধিকা সেনকে রাষ্ট্রসংঘের সদর দপ্তর থেকে ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার ২০২৩’ সম্মানে ভূষিত করা হয়েছে। 

রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ে বৈঠক ২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর ঘানার আক্রায় অনুষ্ঠিত হয়, সেখানে ভারত রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনের প্রতি তার দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেছে। আগামী দু বছরের মধ্যে একটি পদাতিক ব্যাটেলিয়ন, বিভিন্ন সাব-গ্রুপ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি এবং সামরিক পর্যবেক্ষক কোর্স স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে ভারত।  

    


PG/SD/NS



(Release ID: 2022148) Visitor Counter : 21