কৃষিমন্ত্রক

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দূরদর্শন

ডিডি কিষাণ ২৬ মে থেকে কৃষ এবং ভূমি নামে দুই কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী সঞ্চালক নিয়ে আসছে

Posted On: 24 MAY 2024 9:46AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৪ মে , ২০২৪

 

দূরদর্শন নতুন মাইল ফলক অর্জনের পথে। ডিডি কিষাণ ৯ বছর ধরে প্রভূত সাফল্যের পর এবার নতুন রূপে, নতুন আঙ্গিকে ২৬ মে থেকে আত্মপ্রকাশ করছে। এই চ্যানেলের উপস্থাপনা হতে চলেছে সম্পূর্ণ অভিনব।

দূরদর্শন কিষাণ দেশের প্রথম সরকারি টিভি চ্যানেল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী উপস্থাপক নিয়ে আসছে। কৃষ এবং ভূমি নামে কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী দুই উপস্থাপককে এই চ্যানেলে দেখা যাবে। এই দুই সংবাদ উপস্থাপক বস্তুতপক্ষে কম্পিউটার, তবে তারা সম্পূর্ণ মানবরূপী বা বলা যেতে পারে মানুষের মতনই কাজ করবেন। ৩৬৫ দিন ২৪ ঘন্টা বিরামহীন সংবাদ পড়ে যাবেন তারা। 

দেশের সমস্ত রাজ্যে কাশ্মীর থেকে তামিলনাডু, গুজরাট থেকে অরুণাচল কৃষি দর্শকরা এই উপস্থাপকদের দেখতে পাবেন। দেশে এবং আন্তর্জাতিক স্তরে যেসব কৃষি গবেষণা হচ্ছে, কৃষক মান্ডির গতিপ্রকৃতি কি, আবহাওয়ার পরিবর্তন, সরকারি প্রকল্প সংক্রান্ত খবর, যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি এই সব কৃত্রিম উপস্থাপকদের কাছ থেকে দর্শকরা জানতে পারবেন। আরও একটি উল্লেখযোগ্য দিক হল দেশ এবং বিদেশের ৫০ টি ভাষায় তারা কথা বলতে পারেন।  

ভারত সরকারের ডিডি কিষাণের উদ্দেশ্য সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্যাদি :

ভারত সরকারের ডিডি কিষাণ এই টিভি চ্যানেলটি কৃষকদের উদ্দেশ্যে নিবেদিত। ২০১৫ –র ২৬ মে চ্যানেলটি  যাত্রা সূচনা করে।


ডিডি কিষাণ চ্যানেলের উদ্দেশ্য হল, স্থানীয় এবং বিশ্ব বাজার সম্পর্কে কৃষকদের ওয়াকিবহাল করা। সেই সঙ্গে আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে তাদেরকে অবগত করানো। যাতে করে কৃষকরা সঠিক সময়ে উপযুক্ত পরিকল্পনা মাফিক যথাযথ সিদ্ধান্ত নিতে পারেন। গত ৯ বছর ধরে চ্যানেলটি সাফল্যের সঙ্গে এই উদ্দেশ্য সম্পাদন করে আসছে। 

ডিডি কিষাণ চ্যানলটি প্রগতিশীল কৃষকদের বিভিন্ন উদ্যোগকেও জনসাধারণের সামনে নিয়ে আসে, যাতে করে কৃষক কল্যাণে তার সার্বিক ব্যবহার হয়। এর পাশাপাশি দেশের কৃষক এবং গ্রামীণ সম্প্রদায়কে শিক্ষিত করে সার্বিক উন্নয়নের পথকে প্রশস্ত করাও এর উদ্দেশ্য। 

ডিডি কিষাণ কৃষিকাজ, পশুপালন এবং বৃক্ষরোপন এই  ত্রিমুখী উদ্দেশ্য সাধনে কৃষক সম্প্রদায়ের মধ্যে সার্বিক সচেতনতার বোধ গড়ে তুলতে সাফল্যের সঙ্গে কাজ করে আসছে। 

PG/ AB /SG



(Release ID: 2021534) Visitor Counter : 35