কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

বাংলাদেশের সিভিল সার্ভেন্টদের দক্ষতা বৃদ্ধি কর্মসূচি রূপায়ণের রোড-ম্যাপ তৈরি নিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক

Posted On: 17 MAY 2024 1:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০২৪

 

বাংলাদেশের সিভিল সার্ভেন্টদের দক্ষতা বৃদ্ধি কর্মসূচি রূপায়ণের রোড-ম্যাপ নিয়ে আলোচনার জন্য ভারত সরকারের প্রশাসনিক সংস্কার ও গণ-অভিযোগ সংক্রান্ত দপ্তর (ডিএআরপিজি)-এর সচিব বাংলাদেশের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ১৬ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলাদেশের চারটি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের রেক্টর (সচিব), বাংলাদেশের ন্যাশনাল অ্যাকাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এনএপিডি)-র মহানির্দেশক (সচিব) শ্রী সুকেশ কুমার সরকার এবং সে দেশের গণ-প্রশাসন মন্ত্রকের পদস্থ আধিকারিকরা।  

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি)-এর রেক্টর (সচিব) মহম্মদ আশরাফ উদ্দিন, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাডেমি (বিসিএসএএ)-র রেক্টর (সচিব) ডঃ মহম্মদ ওমর ফারুক, বাংলাদেশের ন্যাশনাল অ্যাকাডেমি ফর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (এনএডিএ) রেক্টর (সচিব) ডঃ মহম্মদ শহিদুল্লাহ এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ এম জিয়াউল হক।

ডিএআরপিজি-র যুগ্ম সচিব শ্রী এন বি এস রাজপুত, ডিএআরপিজি, ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি) এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের পদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেন। 

আলোচনার পর বৈঠকে ঠিক হয়েছে যে, এনসিজিজি বাংলাদেশের সিনিয়র সিভিল সার্ভেন্টদের জন্য এক সপ্তাহের একটি দক্ষতা বৃদ্ধি কর্মসূচির আয়োজন করবে। এছাড়া, এ বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে বিপিএটিসি, বিসিএসএএ, এনএপিডি এবং এনএডিএ-র ফ্যাকাল্টি সদস্যদের জন্য দু’সপ্তাহের একটি দক্ষতা বৃদ্ধি কর্মসূচির আয়োজন করা হবে। আরও ঠিক হয়েছে যে, ২৭তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনে বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত সিভিল সার্ভেন্টদের বক্তা হিসেবে আমন্ত্রণ জানাবে ডিএআরপিজি।

২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের ২,৬৬০ জন সিভিল সার্ভিস অফিসারের জন্য ৭১টি দক্ষতা বৃদ্ধি কর্মসূচি সফলভাবে রূপায়িত করেছে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিসি)। ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ১,৫০০ সিভিল সার্ভেন্টের জন্য একই ধরনের কর্মসূচি রূপায়িত করার ব্যাপারে একমত হয়েছে দুই দেশ। 
 
PG/MP/DM



(Release ID: 2020933) Visitor Counter : 23