তথ্যওসম্প্রচারমন্ত্রক
কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়ল ভারত পর্ব সমারোহ
নয়াদিল্লি, ১৭ মে, ২০২৪
দিন দুয়েক আগে শুরু হয়েছে ১০ দিনের ৭৭তম জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্র উৎসব।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জীব জাজুর তত্ত্বাবধানে এবারই প্রথম এই উৎসবে আয়োজিত হল ‘ভারত পর্ব’। সেখানে ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি তুলে ধরা হল এ দেশের সংস্কৃতি, হস্তশিল্প এবং রন্ধনশিল্প।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় এই সমারোহের আয়োজনে ছিল এনএফডিসি এবং ফিকি। অভ্যাগতরা সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন ধারার রন্ধনশৈলীর স্বাদ পেলেন এখানে।
৫৫তম আইএফএফআই-এর পোস্টার এবং ঐ চলচ্চিত্র উৎসবের পাশাপাশি অনুষ্ঠেয় বিশ্ব দৃশ্য-শ্রাব্য বিনোদন শিখর সম্মেলন (ডব্লিউএভিইএস) এবং বিশ্ব বিনোদন শিখর সম্মেলনের ‘সেফ দ্য ডেট’ পোস্টার প্রকাশ করেন শ্রী জাজু। সঙ্গে ছিলেন, চলচ্চিত্র নির্মাতা অশোক অমৃতরাজ, রিচি মেহতা, সঙ্গীতশিল্পী শান, অভিনেতা রাজপাল যাদব, চলচ্চিত্র ব্যক্তিত্ব ববি বেদী প্রমুখ।
‘ভারত পর্ব’-এ অভ্যাগতদের রসনা তৃপ্তির জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হয় রন্ধনশিল্পী বরুণ তোতলানিকে।
উৎসবমুখর ঐ রাতে সুনন্দা শর্মা, উদীয়মান শিল্পী প্রগতি, অর্জুন এবং শান-এর পুত্র মাহি-র সঙ্গীত ও নৃত্য পরিবেশনা দর্শক ও শ্রোতাদের মন ছুঁয়ে যায়। তুমুল করতালির মধ্যে ‘মা তুঝে সালাম’ গানটি দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
অভিনেত্রী শোভিতা ধুলিপালা, অসমের অভিনেত্রী অ্যামি বরুয়া, চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়ার মতো বিশিষ্টজনেদের উপস্থিতি ‘ভারত পর্ব’ সমারোহকে আরও বর্ণময় করে তোলে। বিশ্বের আঙিনায় ভারতীয় চলচ্চিত্রের ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাক্ষ্য দেয় এই সাফল্য।
PG/AC/DM
(Release ID: 2020925)
Visitor Counter : 62
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam