নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

বেশ কয়েক দশকের মধ্যে এই প্রথম শ্রীনগরে ভোট দানের হার রেকর্ড সংখ্যক ৩৬.৫৮ শতাংশ

Posted On: 13 MAY 2024 8:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০২৪

 

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বে ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শ্রীনগর, গান্ডেলবাল, পুলওয়ামা এবং বাদগাঁও ও অংশত শোপিয়ান জেলায় রাত ৮টা পর্যন্ত ভোটদানের হার ৩৬.৫৮ শতাংশ। শ্রীনগর সংসদীয় এলাকায় মোট ২,১৩৫টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হয়। সবকটি ভোটগ্রহণ কেন্দ্রেই সরাসরি ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা ছিল। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। সেখানে তাঁরা উৎসাহের সঙ্গে ভোট দেন। 

শ্রীনগর, বাদগাঁও, গান্ডেলবাল, পুলওয়ামায় রেকর্ড সংখ্যক ভোট দানের মধ্যে দিয়ে ভোটারদের উৎসাহ এবং এই ভোটগ্রহণ পর্বকে ঘিরে ভোটাধিকারের প্রতি তাঁদের বিশ্বাস ফুটে ওঠে। ৩৭০ ধারা রদ এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন চালুর পর উপত্যকায় এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। গত ২০১৯-এ সাধারণ নির্বাচনে যেখান প্রার্থী সংখ্যা ছিল ১২, এবার সেখানে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সুনিশ্চিত করতে ভোটকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের চেষ্টার অভাব ছিল না। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে এক উৎসবের বাতাবরণ তৈরি হয়। 

বিগত কয়েকটি নির্বাচনে ভোটদানের হার:

বছর    ২০১৯    ২০১৪    ২০০৯    ২০০৪    ১৯৯৯    ১১৯৮    ১৯৯৬
শ্রীনগর সংসদীয় কেন্দ্র    ১৪.৪৩%    ২৫.৮৬%    ২৫.৫৫%    ১৮.৫৭%    ১১.৯৩%    ৩০.০৬%    ৪০.৯৪


১৭.৪৭ লক্ষ ভোট দাতার ভোটদান পর্ব সুসম্পন্ন করতে ৮,০০০-এরও বেশি ভোটকর্মী নিযুক্ত হন। ১৬ মার্চ নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে এ বছরের সাধারণ নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে শ্রীনগরে কম্যান্ড এবং কন্ট্রোল কেন্দ্রগুলি দিবারাত্র কাজ করেছে। প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্রে পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয়, প্রতীক্ষা গৃহ এবং বারান্দার মতো ন্যুনতম সুবিধা সুনিশ্চিত করার বন্দোবস্ত করা হয়। ভোটারদের প্রয়োজনে মজুত রাখা হয় হুইলচেয়ার এবং স্বেচ্ছাসেবীদেরও। সর্বাত্মক ভোটদান পর্ব সুনিশ্চিত করতে মহিলা পরিচালিত, বিশেষভাবে সক্ষম এবং যুবদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থা করা হয়। ২১টি পরিবেশ বান্ধব ভোটগ্রহণ কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। ৬০০রও বেশি সাংবাদিককে ভোটদান পর্ব প্রত্যক্ষ করতে পরিচয় পত্র দেওয়া হয়। দিল্লী, জম্মু, উধমপুর প্রভৃতি জায়গায় আশ্রয় শিবিরে থাকা কাশ্মীরি পরিযায়ী ভোটাররা যাতে নিজে ভোট দিতে পারেন সেজন্য ভোটগ্রহণ কেন্দ্র এবং পোস্টাল ব্যালটেরও বন্দোবস্ত করা হয়। এই জাতীয় ২১টি বিশেষ ভোটগ্রহণ কেন্দ্র গড়ে তোলা হয় জম্মুতে, একটি উধমপুরে এবং চারটি দিল্লীতে। ভোটারদের সচেতন করতে পরিকল্পনা মাফিক ভোটার সচেতনতা কর্মসূচি এবং ভোটার শিক্ষা ও নির্বাচনী অংশগ্রহণ কর্মসূচি যা এসভিইইপি নামে পরিচিত তার ব্যবস্থা করা হয়েছিল। ভোটদানের হার বৃদ্ধির এটাও একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। 

    


PG/AB/NS


(Release ID: 2020605) Visitor Counter : 85