জাহাজচলাচলমন্ত্রক
চাবাহারে শাহীদ বেহেস্তি বন্দরের জন্য ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন-এর মধ্যে দীর্ঘস্থায়ী মূল চুক্তি স্বাক্ষরিত
Posted On:
13 MAY 2024 6:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মে, ২০২৪
ইরানের চাবাহারে শাহীদ বেহেস্তি বন্দরের জন্য দীর্ঘস্থায়ী মূল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ ও আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল আজ ইরানের চাবাহারে যান। ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ইরানের সড়ক ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী মেহরদাদ বজরপাশ-এর সফল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় মন্ত্রী পারস্পরিক সহযোগিতার সম্পর্কে আরও সুদৃঢ় করার পাশাপাশি, দ্বিপাক্ষিক যোগাযোগ উদ্যোগকে আরও শক্তিশালী করা ছাড়াও আঞ্চলিক যোগাযোগ হাব হিসেবে চাবাহার বন্দরকে গড়ে তোলার কথা বলেন।
দু’দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের সফরের তাৎপর্য হল তা উভয় দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যের প্রবেশ পথ হিসেবে চাবাহারের গুরুত্বকে তুলে ধরবে।
ভারত ও ইরানের মধ্যে ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে চাবাহার বন্দরের উন্নয়ন বিশেষ তাৎপর্যপূর্ণ।
PG/AB/DM
(Release ID: 2020604)
Visitor Counter : 64
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam