যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
সাইবার অপরাধ রুখতে হাত মেলালো টেলিকম দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য পুলিশ
২৮ হাজার ২০০ মোবাইল হ্যান্ডসেট আপাতত নিষ্ক্রিয় করার এবং ২০ লক্ষ মোবাইল সংযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল টেলিকম দপ্তর
प्रविष्टि तिथि:
10 MAY 2024 1:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মে, ২০২৪
সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতির ক্ষেত্রে টেলিকম দপ্তরের সম্পদ ব্যবহার রুখতে হাত মেলালো টেলিকম দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য পুলিশ। নাগরিকদের ডিজিটাল অপরাধের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ।
স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য পুলিশের তথ্যানুযায়ী, সাইবার অপরাধের জন্য ২৮ হাজার ২০০ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করা হয়েছে। এইসব হ্যান্ডসেটের মাধ্যমে ২০ লক্ষ টেলিফোন সংযোগ কাজে লাগানো হয়েছে। সেজন্য ২৮ হাজার ২০০ মোবাইল হ্যান্ডসেট আপাতত নিষ্ক্রিয় করার এবং ২০ লক্ষ মোবাইল সংযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে টেলিকম দপ্তর।
সাধারণ মানুষের সুরক্ষা এবং টেলিকম পরিকাঠামোকে সাইবার অপরাধীদের নাগালের বাইরে নিয়ে যেতে এই যৌথ উদ্যোগের লক্ষ্য হ’ল দেশে নিরাপদ ডিজিটাল পরিমণ্ডল গড়ে তোলা।
PG/AC/SB
(रिलीज़ आईडी: 2020267)
आगंतुक पटल : 122