নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

দেশে সাধারণ নির্বাচনের তৃতীয় পর্বে ১১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদান শান্তিপূর্ণ

Posted On: 07 MAY 2024 8:43PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৭ মে, ২০২৪

 

দেশে সাধারণ নির্বাচনের তৃতীয় পর্বে ১১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৩টি লোকসভা কেন্দ্রে রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত হিসেবে ভোটদানের হার ৬১.৪৫ শতাংশ। সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট দানের সময় নির্দিষ্ট থাকলেও অনেক ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটদাতাদের তার পরেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ১১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা উৎসাহের সঙ্গে নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। কয়েকটি জায়গায় প্রচন্ড গরম উপেক্ষা করেও ভোটদাতাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এই পর্বে নির্বাচন কমিশন এসএমএস সতর্কবার্তা, হোয়াটসঅ্যাপ বার্তা এবং জাতীয় ও রাজ্যস্তরীয় আইকন মারফত ভয়েস কল চালু করেছে। ভোটারদের উৎসাহ দিতে প্রধান প্রধান টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়েছে। ২০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় পর্যায়ে ভোটদান পর্ব সম্পূর্ণ হয়েছে। এ পর্যন্ত ২৮৩টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। তৃতীয় পর্বে মোট প্রার্থীর সংখ্যা ছিল ১৩৩১। 

তৃতীয় পর্যায়ে ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়। প্রত্যেক লোকসভা কেন্দ্রের অধীন প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ভিটিআর অ্যাপে সরাসরি পাওয়ার ব্যবস্থা করা হয়। সংবাদ মাধ্যম এবং অংশীদারদের সুবিধার্থে ভিটিআর অ্যাপে নির্বাচন কমিশন নতুন কতগুলি বৈশিষ্ট্য সংযোজন করেছে তা হল, রাজ্য/সংসদীয় কেন্দ্র/বিধানসভা কেন্দ্র ভিত্তিক সংখ্যা ছাড়াও প্রতি পর্ব ভিত্তিক গড় ভোটদানের হার নির্ণয়ের ব্যবস্থা। নিম্নলিখিত লিঙ্কে ভিটিআর অ্যাপটি সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া যাবে :

https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.pollturnout&hl=en_IN

https://apps.apple.com/in/app/voter-turnout-app/id1536366882

রাত ৮টা পর্যন্ত ভোটদানের গড় হার পাওয়া গেলেও ভিটিআর অ্যাপে এই সংখ্যা ক্রমশ পরিবর্তন হবে যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হচ্ছে এবং ফর্ম ১৭সি প্রার্থীর নির্বাচনী এজেন্টের হাতে প্রতিটি কেন্দ্রে তুলে দেওয়া হচ্ছে। বিধিবদ্ধ ব্যবস্থা হিসেবে ফর্ম ১৭সি-তে প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দানের সঠিক সংখ্যা লেখা হয় নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে প্রিসাইডিং অফিসার স্বাক্ষরিত ফর্ম ১৭সি-র কপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের হাতে ভোটগ্রহণ শেষে তুলে দেওয়া হয়। 

এই ব্যবস্থায় আরও অধিক স্বচ্ছতা বজায় রাখতে এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও অংশীদারদের সুবিধার্থে নির্বাচনের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে বিস্তারিত তথ্য সংযোজিত তালিকা এওয়ান, এটু এবং এথ্রি-তে আলাদা করে দেওয়া হচ্ছে। এর ফলে সময় সময়ে ভোটদানের হারের পরিবর্তন বিধানসভা ভিত্তিক ভিটিআর অ্যাপে উঠে আসছে। 

তৃতীয় দফা নির্বাচনে রাজ্য ভিত্তিক রাত ৮টা পর্যন্ত ভোটদানের হার নিচে দেওয়া হল :


ক্রমিক সংখ্যা    রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল    লোকসভা কেন্দ্রের সংখ্যা    আনুমানিক ভোটদানের হার শতাংশের হিসেবে
১.    আসাম    ৪    ৭৫.২৬
২.    বিহার    ৫    ৫৬.৫৫
৩.    ছত্তিশগড়    ৭    ৬৬.৯৯
৪.    দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ    ২    ৬৬.২৩
৫.    গোয়া    ২    ৭৪.২৭
৬.    গুজরাট    ২৫    ৫৬.৭৬
৭.    কর্ণাটক    ১৪    ৬৭.৭৬
৮.    মধ্যপ্রদেশ    ৯    ৬৩.০৯
৯.    মহারাষ্ট্র    ১১    ৫৪.৭৭
১০.    উত্তরপ্রদেশ    ১০    ৫৭.৩৪
১১.    পশ্চিমবঙ্গ    ৪    ৭৩.৯৩

ওপরে ১১টি রাজ্যর তালিকা

৯৩টি লোকসভা কেন্দ্র    ৯৩    


বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনের যে ছবি ধরা পড়েছে তা দেখতে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করুন :

https://www.eci.gov.in/ge-2024-photogallery

উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সহ দেশের সব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল যার মধ্যে ৩ দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এগুলির মধ্যে ছিল ছত্তিশড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মাওবাদী প্রভাবিত এলাকাগুলিও। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং শ্রী সুখবীর সিং সান্ধু নির্বাচন প্রক্রিয়ার প্রত্যেকটি বিষয়ের ওপরই সতর্ক নজর রেখেছেন। ভোটদানের সুস্থ বাতাবরণ গড়ে তুলতে এবং ভোটদাতারা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 

ভারতীয় গণতন্ত্রের ভোটাধিকারের চিত্র বিশ্বের কাছে তুলে ধরা হয়। তৃতীয় পর্বে ভোটদান পর্ব প্রত্যক্ষ করতে ২৩টি দেশ থেকে ৭৫ জন আন্তর্জাতিক প্রতিনিধি ৬টি রাজ্যে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন। ভোটদান পর্ব কিভাবে হয়, নির্বাচনী সাজসরঞ্জাম, ভোটগ্রহণ যন্ত্র, নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা এবং সব থেকে বড় কথা, ভোটদাতাদের মধ্যে উৎসাহের মনোভাব দেখে তাঁরা তার তারিফ করেছেন। 

বিভিন্ন জায়গায় গরম আবহাওয়ার পরিস্থিতি মোকাবিলার জন্য সামিয়ানা টাঙানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও পানীয় জল, চিকিৎসার সাজসরঞ্জাম এবং ভোটদাতাদের সুবিধার্থে পাখার বন্দোবস্ত করা হয়। আদিবাসী গোষ্ঠীগুলির মধ্যে ভোটদানে উৎসাহ দিতে কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রকে আদিবাসী সংস্কৃতি এবং স্থানীয় থিমের ওপর ভিত্তি করে সাজিয়ে তোলা হয়। আদিবাসী মহিলারা তাঁদের শিশু সন্তানদের সঙ্গে নিয়ে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে আসেন। ছত্তিশগড়ে সারগুজা লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি ভোটগ্রহণ কেন্দ্রে একটি পরিবারের ৫ প্রজন্ম একসাথে ভোট দিয়েছে। 

কর্ণাটকের সিমোগা এবং গুজরাটের ভালসাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভোট গ্রহণ কেন্দ্র পরিবেশ বান্ধবভাবে গড়ে তোলা হয়েছে। 

ছত্তিশগড়ে পাহাদি কাড়োয়া পিভিজিটি-রা ভোটগ্রহণ কেন্দ্রে

গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, পশ্চিমবঙ্গ, দাদরা ও নগরা হাভেলী এবং দমন ও দিউ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, গোয়া, ছত্তিশগড় প্রভৃতি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় পর্বে ভোট গ্রহণ হয়। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচনে ভোট নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। গুজরাটের সুরাত লোকসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীর ফলাফল নির্দিষ্ট হয়ে যাওয়ায় সেখানে আর ভোট গ্রহণের দরকার হয় নি। 

চতুর্থ দফার নির্বাচন মে মাসের ১৩ তারিখ। ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৬টি লোকসভা কেন্দ্রে এদিন ভোট।


PG/AB/NS


(Release ID: 2019972) Visitor Counter : 455