নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ভারতের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি এদেশের নির্বাচন ব্যবস্থা ও প্রক্রিয়া প্রত্যক্ষ করার জন্য ভারত সফর করছেন

प्रविष्टि तिथि: 04 MAY 2024 1:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ মে, ২০২৪

 

ভারতের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যবস্থাপক সংস্থাগুলিকে ওয়াকিবহাল করার জন্য এমাসের ৪ তারিখ থেকে এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় নির্বাচন কমিশন। ভূটান, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, ফিজি, কিরঘিজ সাধারণতন্ত্র, রাশিয়া, মলদোভা, টিউনিশিয়া, সেশেলস, কম্বোডিয়া, নেপাল, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, বাংলাদেশ, কাজাখস্তান, জর্জিয়া, চিলি, উজবেকিস্তান, মালদ্বীপ, পাপুয়া নিউ গিনি এবং নামিবিয়ার নির্বাচন ব্যবস্থাপক সংস্থা ও সংগঠনগুলির ৭৫ জন প্রতিনিধি এই কর্মসূচি প্রত্যক্ষ করার জন্য ভারত সফর করছেন। 

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং অপর দুই নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং শ্রী সুখবীর সিং সান্ধু বিদেশ থেকে আগত প্রতিনিধি দলের উদ্দেশে তাঁদের বক্তব্য পেশ করবেন আগামীকাল অর্থাৎ ৫ মে। এর পর প্রতিনিধি দল মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই কটি রাজ্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে সফর করবেন। সেখানে তাঁরা নির্বাচনী প্রস্তুতি ও প্রক্রিয়া সরেজমিন প্রত্যক্ষ করবেন। এই কর্মসূচি শেষ হওয়ার কথা আগামী ৯ মে। 

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ভারতের নির্বাচন ব্যবস্থা ও প্রক্রিয়াকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন সর্বতোভাবে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন পরিচালনার কাজ যাতে সার্বিক ভাবে শ্রেষ্ঠ তথা বিশ্বমানে উন্নীত হতে পারে তা নিশ্চিত করাই হল কমিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 

PG/SKD/AS


(रिलीज़ आईडी: 2019666) आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Kannada , Malayalam